মুম্বই: শোনা যাচ্ছে, তিনি নাকি প্রথম ম্যাচ খেলবেন না আইপিএলে। তার জায়গায় নেতৃত্ব দিতে পারেন সূর্য কুমার যাদব। তবে এটা শেষ পর্যন্ত নাও হতে পারে কারণ মুম্বই প্রথম ম্যাচ শুরু করতে চলেছে বিরাট কোহলির আরসিবির বিপক্ষে। গত আইপিএল ভাল কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের। ‘লাস্ট বয়’ হিসেবে শেষ করতে হয়েছিল রোহিত শর্মাদের।
এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রত্যাশার চাপ নিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে সূর্যকুমার যাদবদের। এই প্রসঙ্গে ক্যাপ্টেন রোহিত বলেছেন, প্রত্যাশা থাকবেই। শুধু আইপিএল নয়, সব ক্ষেত্রেই এটা থাকে। তবে বহু বছর ধরে খেলার ফলে এটা গা সওয়া হয়ে গিয়েছে। আমরা এটা জানি, ট্রফি জিততে গেলে ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে।
এই নিয়ে বেশি ভাবতে গেলে চাপ বাড়বে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তাদের আগলে রাখাটাও আমার মতো সিনিয়রদের কাজ। আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবছি। প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সবাই জানে, দল তাদের কাছ থেকে ঠিক কী চায়। অনেকের এটা প্রথম আইপিএল। তাই প্রত্যাশার চাপ থেকে তাদের দূরে রাখার চেষ্টা করতে হবে। চোটের কারণে এবারের আসরে খেলতে পারবেন না তারকা পেসার যশপ্রীত বুমরাহ।
Rohit Sharma, SKY, Jofra - Backbone of Mumbai Indians 🔥 pic.twitter.com/hJLEjTXbM3
— VECTOR (@Vector_45R) March 29, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তা নিয়ে অবশ্য বেশি ভাবতে রাজি নন হিটম্যান। তিনি বলেছেন, বুমরাহ অনেক বড় মাপের বোলার। ওর অভাব পূরণ করা সত্যিই কঠিন। তবে জোফ্রা আর্চার ফিট হয়ে উঠেছে। দুরন্ত গতিতে বল করতে পারে। আমার মনে হয়, বুমরাহর অভাব ঢেকে দেওয়ার যোগ্য ব্যক্তি জোফ্রাই।
গতবার ও যখন চোটের কারণে খেলতে পারেনি, তখন বুমরাহকে এই দায়িত্বই পালন করতে হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। খেলাটি হবে ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচের মূল আকর্ষণ রোহিত শর্মা ও বিরাট কোহলির ডুয়েল। এবছর মুম্বইয়ের হয়ে আইপিএল অভিষেক হতে পারে অর্জুন তেন্ডুলকরের এমন সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai Indians, Rohit Sharma