লাহোর: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি খবর আসছে ভারত যদি নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ খেলে, তাহলে বছরের শেষে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। এমনই জল্পনা উসকে দিলেন আইসিসির জেনারেল ম্যানেজার তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন সিইও ওয়াসিম খান।
বরং একটি নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারেন বাবর আজমরা। ওয়াসিমকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমার মনে হয় না যে ভারতে একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। আমার মনে হয়, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়।
বিষয়টি নিয়ে এশিয়ার ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিসিসিআই অবশ্য এই ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। তারা আগেই জানিয়েছিল বিশ্বকাপের জন্য সব পাকিস্তানি ক্রিকেটারকে প্রয়োজনীয় ভিসা দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশোধ নিতে পাকিস্তান যদি দল না পাঠায় সেক্ষেত্রে ভারতের রাস্তা জানা আছে।
#OnThisDay in 2011, The night at Mohali will always be remembered by Indian cricket fans.#INDvsPAK #India #Pakistan #ODI #WorldCup #Cricket #CricketBook pic.twitter.com/TKI6PhOfz3
— Cricket Book (@cricketbook_) March 30, 2023
আইসিসিকে বলে ভারত শেষ মুহূর্তেও খেলা ঘুরিয়ে দিতে পারে। আর্থিক জোরে ভারতীয় বোর্ডকে চটানোর জায়গায় নেই আইসিসি। পিসিবিকে তারা বাধ্য করতে পারে বিশ্বকাপে ভারতে দল পাঠাতে। না হলে আইসিসির নিজের রোজগার কমে যাবে ভারত বেঁকে বসলে। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত থাকা একটি সূত্র জানিয়েছে পাকিস্তান বোর্ডের এমন ব্ল্যাকমেলের ছক কাজে লাগবে না।
বিশ্বকাপ খেলতে তাদের ভারতের মাটিতেই আসতে হবে। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করার কোনও চান্স নেই। আইসিসি নিজেও সেটাই ইঙ্গিত দিয়ে রেখেছে। পাকিস্তান বেশি বাড়াবাড়ি করলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের দেশে এশিয়া কাপ করার জন্য ফান্ড আটকে দিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান ভাগ্য হবে ভারতের পছন্দের দেশে গিয়ে এশিয়া কাপ খেলতে। তাই লাটাই ভারতের হাতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Pakistan Cricket Team