Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের জন্য এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার, দাদাকে নিয়ে প্রযোজকদের ‘আনটোল্ড’ স্টোরি শোনালেন বন্ধু সচিন‌ 

Last Updated:

Sachin Tendulkar's Contribution to Sourav Ganguly's Biopic: ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ, হরভজনদের পর সচিন। মহারাজের বায়োপিকের জন্য সচিনের বাড়িতে পৌঁছে যান দুই প্রযোজক এবং সিনেমার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস।

সৌরভের বায়োপিকের জন্য এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার, দাদাকে নিয়ে প্রযোজকদের ‘আনটোল্ড’ স্টোরি শোনালেন বন্ধু সচিন‌ 
সৌরভের বায়োপিকের জন্য এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার, দাদাকে নিয়ে প্রযোজকদের ‘আনটোল্ড’ স্টোরি শোনালেন বন্ধু সচিন‌ 
কলকাতা: জোরকদমে চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজ। এবার সেই কাজকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন সচিন তেন্ডুলকর। হ্যাঁ ঠিকই পড়েছেন।‌ সৌরভের বায়োপিক হবে আর তাতে বন্ধু সচিন থাকবেন না তা কখনও হয় নাকি। ‌ তবে সিনেমার পর্দায় নয়, ক্রিকেটের ঈশ্বর সচিন, বন্ধু সৌরভের বায়োপিক তৈরিতে সাহায্য করছেন !
আর হেয়ালি না করে বিষয়টা একটু স্পষ্ট করে বলা যাক। আসলে সৌরভের বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দাদার জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে। সৌরভ নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে গল্প শোনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেহওয়াগরা ‘দাদা’-কে নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং মুহূর্ত শেয়ার করেছেন। সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত ঘোরাঘুরি করে সৌরভের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। মহারাজের পরিবারের সদস্যদের থেকেও সৌরভ সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। সেইমতো সৌরভের ক্রিকেট জীবনের সবচেয়ে কাছের বন্ধু তথা ওপেনিং পার্টনার সচিনের থেকে যাবতীয় তথ্য এবং স্পেশাল স্পেশ্যাল মুহূর্তগুলো রেকর্ড করা হল।
advertisement
advertisement
সচিনের বাড়িতে পৌঁছে যান দুই প্রযোজক এবং সিনেমার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস। স্কুল জীবনে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে সচিন, সৌরভ এবং সঞ্জয় দাস একসঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন। সেই সঞ্জয় দাস সৌরভের বায়োপিক তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন। সিনেমার চুক্তি হওয়া থেকে শুরু করে রিল লাইফে সৌরভ কে হবেন তা নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও সৌরভের বায়োপিক সংক্রান্ত খবরের প্রশ্নে মুখ খুলতে নারাজ সঞ্জয় দাস।
advertisement
তবে অনেক জোরাজুরির পর সঞ্জয় দাস নিউজ18 বাংলার প্রতিনিধি ঈরণ রায় বর্মনকে জানান, সচিনের সঙ্গে কথা বলতেই ওর বাড়িতে আসা। সৌরভের বায়োপিক সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হয়েছে। পুরো বিষয়টি অডিও রেকর্ড করা হয়েছে। যাতে ফাইনাল স্ক্রিপ্ট লেখার সময় কাজে লাগতে পারে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হয়নি সৌরভের বন্ধু সঞ্জয় দাস। তবে সূত্রের খবর, যাবতীয় তথ্য নেওয়ার কাজ প্রায় শেষ। এবার ফাইনাল স্ক্রিপ্ট লেখার পালা। ইতিমধ্যেই সৌরভের ক্রিকেট এবং জীবনের জার্নির কতটা দেখানো হবে তাও ঠিক। তবে শ্যুটিং কবে শুরু হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চলতি বছরের শেষে না হয় নতুন বছরের শুরুর দিকে শ্যুটিং শুরু হতে পারে।
advertisement
ইতিমধ্যেই খবর, সৌরভের ভূমিকায় সিনেমায় অভিনয় করবেন আয়ুষ্মান। তবে এখনও চুক্তি হয়নি বলেই জানা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের জন্য এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার, দাদাকে নিয়ে প্রযোজকদের ‘আনটোল্ড’ স্টোরি শোনালেন বন্ধু সচিন‌ 
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement