Novak Djokovic: জকোভিচের কোলে কন্যা তারা, ১ নম্বর তারকার আবেগী ছবিতেই মন ভরেছে সকলের

Last Updated:

Novak Djokovic with Daughter: বিশ্বের জ্যেষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে তাঁর জীবনের বিশেষ মুহূর্তে জড়িয়ে ধরলেন আদরের মেয়েকে। সাক্ষী থাকল হাজার হাজার ক্যামেরা।

 জকোভিচের কোলে তারা, ১ নম্বর তারকার আবেগী ছবিতেই মন ভরেছে সকলের (Photo:X (Twitter)
জকোভিচের কোলে তারা, ১ নম্বর তারকার আবেগী ছবিতেই মন ভরেছে সকলের (Photo:X (Twitter)
কলকাতা: ছত্রিশ বছরের আপাতক্লান্ত নায়ক ফের আপন করে নিলেন বিশ্বের ১ নম্বরের শিরোপা। বিশ্বের জ্যেষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে তাঁর জীবনের বিশেষ মুহূর্তে জড়িয়ে ধরলেন আদরের মেয়েকে। সাক্ষী থাকল হাজার হাজার ক্যামেরা।
নোভাক জকোভিচ। ইউএস ওপেনে নামার আগে গোটা দুনিয়ার মিডিয়া মনে করেছিল তিনি ক্লান্ত। এমনকী তাঁর চেহারাতেও না কি ধরা পড়েছিল সেই ছাপ। তবু বিপক্ষের ২৭ বছরের তরুণ ড্যানিল মেদভেদেভকে ৬-৩, ৭-৬(৫), ৬-৩ সেটে দুরমুশ করে দিতে পেরেছেন তিনিই। ইউএস ওপেনে ছিনিয়ে নিয়েছেন ২৪তম গ্র্যান্ড স্ল্যাম। আর তারই সঙ্গে তৈরি হয়েছে নতুন ইতিহাস। ঠিক সেই সময়, যখন হাজার হাজার ক্যামেরা তাক করা তাঁর দিকে, তখনই দেখা গেল এক কিশোরীকে, জকোভিচের আদর খেতে। চ্যাম্পিয়নের কন্যা তারা। সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও।
advertisement
advertisement
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ স্থানে রয়েছেন জোকোভিচ। ১০ সেপ্টেম্বরের পর নতুন ভাবে বিশ্বের ১ নম্বর হয়ে উঠবেন তিনি। কারণ এটি তাঁর ‘ফ্লাশিং মিডোজে’ চতুর্থ শিরোপা এবং বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। রবিবারের জয়ের পর, নোভাক জোকোভিচ গ্র্যান্ড স্ল্যামের দৌড়েও এগিয়ে গেছেন অনেকখানি। এখনও পর্যন্ত রাফায়েল নাদালের নামে ২২টি মেজর রয়েছে এবং রজার ফেদেরারের নামে রয়েছে ২০টি রয়েছে।
advertisement
এমন একটি মুহূর্তে স্বাভাবিক ভাবেই আবেগ জড়িয়ে ধরবে নায়ককে, সেটা তো স্বাভাবিক। ম্যাচের পরের একটি এমনই এক মুহূর্তে আর্থার অ্যাশে স্টেডিয়ামে যখন শুরু হয়েছে উদযাপন, জকোভিচকে দেখা গেল ছুটে আসতে। সেখানে অপেক্ষা করছিল তাঁর ছোট্ট মেয়ে তারা। অনেকক্ষণ ধরেই স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তারা।
advertisement
খেলা চলাকালে বারবার প্লেয়ার বক্সে দেখা গিয়েছে জকোভিচের বাবা, মা, স্ত্রী জেলেনা, ছেলে স্টেফানকে। জয় হাতে আসতেই উল্লাসের ছবি ভেসে ওঠে। পরিবার এবং তাঁর কোচিং দলের সদস্যরা অভ্যর্থনা করেন জোকোভিচকে।
advertisement
এদিনের জয় জকোভিচ উৎসর্গ করেন প্রয়াত আমেরিকান বাস্কেটবল কিংবদন্তী কোবে ব্রায়ান্টকে। ২০২০ সালের জানুয়ারিতে মাত্র ৩৬ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কোবে। ২০২২ সালের চ্যাম্পিয়নশিপে জোকোভিচের প্রবেশাধিকার রদ করে আমেরিকা। কারণ তিনি তাঁর করোনা প্রতিষেধক সংক্রান্ত নথি পেশ করতে রাজি হননি।
বাংলা খবর/ খবর/খেলা/
Novak Djokovic: জকোভিচের কোলে কন্যা তারা, ১ নম্বর তারকার আবেগী ছবিতেই মন ভরেছে সকলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement