Sachin Tendulkar: সচিন যখন ইস্টবেঙ্গলের ছেলে! লাল হলুদ জার্সি গায়ে হারিয়েছিলেন মোহনবাগানকে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: ক্রিকেটের ঈশ্বর তিনি। দেশ-বিদেশ, কাল সীমানার গণ্ডি পেরিয়ে তার জন্মদিন পালিত হবে এটাই স্বাভাবিক। তিনি ক্রিকেটের বর পুত্র। কিন্তু জানেন কী কলকাতার বিখ্যাত ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে ক্রিকেট খেলেছেন সচিন? ১৯৯৪ সালের পি সেন ট্রফি জয়ী ইস্টবেঙ্গল অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। সেবার সেমিফাইনালে একটি অসাধারণ সেঞ্চুরি করেছিলেন সচিন।
তিন দিন পরেই ইডেনে দিন রাতের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। দলে ছিলেন কপিল দেব, প্রবীণ আমরের মতো নামি তারকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ততদিনে বড় তারকা হয়ে গিয়েছেন সচিন। প্রায় পাঁচ বছর আগে পাকিস্তানের মাটিতে অভিষেক হয়ে গিয়েছিল তার।
আরও পড়ুন - KKR: 'রাসেল - নারিন হাঁটাও, কলকাতা বাঁচাও', টানা ব্যর্থতায় শাহরুখের দলের ওপর বিরক্ত সবাই
কিন্তু সেই সময় সিএবির পি সেন ক্রিকেট প্রতিযোগিতা বেশ নামি ছিল। ভারতের সেরা ক্রিকেটাররা খেলে গিয়েছেন। পরবর্তীকালে বিরাট কোহলি, ধোনি এবং আরও অনেকে। প্রায় ৩০ বছর আগের সেই ফাইনালে প্রচুর ভিড় হয়েছিল ইডেনে। ফুটবলের বাইরে ক্রিকেটেও ইস্টবেঙ্গল মোহনবাগান লড়াই ছিল দেখার মতো।
advertisement
advertisement
Under @sachin_rt’𝐬 captaincy, our cricket team emerged victorious in the 1994 P. Sen Trophy, beating our arch-rivals Mohun Bagan in the final! 🏆 We send you lots of Red & Gold love on your 5️⃣0️⃣th birthday, #MasterBlaster! Have a great one! 🎂🥳🏏❤️💛#JoyEastBengal #Sachin50 pic.twitter.com/5Yi3bsn9Y8
— East Bengal FC (@eastbengal_fc) April 24, 2023
advertisement
সেদিন সচিন, কপিলের দাপটে ফাইনালে মোহনবাগান পাত্তা পায়নি ইস্টবেঙ্গলের কাছে। লাল হলুদ জার্সিতে ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করেছিলেন সচিন। আজ তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সচিন নিজের ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এটাই চায় লাল হলুদ।
সচিনের সেই ফাইনালের কথা মনে আছে কিনা জানা নেই। তবে কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এটা গর্বের ইতিহাস। মাস্টার ব্লাস্টারের জন্মদিনে এই স্মৃতি তাদের নস্টালজিক করে দেবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 2:10 PM IST