KKR: 'রাসেল - নারিন হাঁটাও, কলকাতা বাঁচাও', টানা ব্যর্থতায় শাহরুখের দলের ওপর বিরক্ত সবাই
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: অত্যন্ত খারাপ, জঘন্য, দায়িত্বজ্ঞানহীন, কোন বিশেষণ দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স বিচার করা যায় বোঝা কঠিন। দলের সবচেয়ে অভিজ্ঞ যে দুজন বিদেশি তারা টানা ব্যর্থ। ধারাবাহিকতার অভাব। চার জন বিদেশি খেলানো যায় আইপিএলে। কলকাতা দলে সুনীল নারিন খেলবেনই। তাঁকে বাদ দিয়ে দল গড়া হয় না। কিন্তু এক সময়ের বিস্ময়ের স্পিনার এখন আর কোনও রহস্য নন।
রবিবার এমন অবস্থা হল যে তাঁকে চার ওভার বল করানোই গেল না। দু’ওভারে ২৩ রান দিলেন তিনি। ওপেন করতে পাঠানো হয়েছিল নারিনকে। কিন্তু সেখানেও ব্যর্থ তিনি। তিন বলে শূন্য রান করে আউট হয়ে যান। বোল্ড হন আকাশের বলে। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে এক ওভারে ১৭ রান দিলেন রাসেল। ব্যাট করতে নেমে ৬ বলে করলেন ৯ রান।
advertisement
শুধু চেন্নাই ম্যাচই নয়, এবারের আইপিএলে একের পর এক ম্যাচে রান নেই রাসেলের ব্যাটে। কলকাতার চার বিদেশির মধ্যে দু’জন ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ায় চাপে পড়ে যাচ্ছে দল। আসলে এই দুজন ক্যারিবিয়ান কিংবদন্তি নিঃসন্দেহে তাদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। আইপিএলের মত কঠিন টুর্নামেন্টে পারফর্ম করার মতো ফিটনেস এবং শক্তি কমেছে তাদের। এটা দেখেও দেখছে না কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
advertisement
Our Jallad Andre Russell averages 49 against CSK and today is 23 April and opposition don't have 150kph bowler.📿💣💥 pic.twitter.com/5MU5nsPYt3
— KKR Bhakt 🇮🇳 ™ (@KKRSince2011) April 23, 2023
পোলার্ড একসময় ছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা শক্তি। তাকে এখন দলের কোচিং স্টাফের দায়িত্ব দিয়ে টিম ডেভিড এবং ক্যামেরণ গ্রিনকে নিয়ে এসেছে মুম্বই। এখানেই পিছিয়ে পড়েছে কেকেআর। শাহরুখ খানের দলের দক্ষিণ ভারতীয় সিইও ক্রিকেটের কিছুই বোঝেন না। বছরের পর বছর শুধু তার চাকরি থেকে যায়।
advertisement
সমর্থকদের হতাশ হতে হয়। কয়েকজন নিম্নমানের ক্রিকেটার নিয়ে সন্তুষ্ট হয়ে যায় কেকেআর। এটাই হয় বছরের পর বছর। কেউ প্রতিবাদ করার নেই, কেউ মুখের উপর বলার নেই। শাহরুখ খান সময় পান না ব্যস্ত থাকার কারণে। দলের অন্য মালিক জুহি চাওলার স্বামী হয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তাদের কাছে ক্রিকেট বছরের দেড় মাসের বিনোদন।
advertisement
কিন্তু কলকাতার মানুষের কাছে সেটা আবেগ। সেই আবেগে ধাক্কা লাগছে বারবার। শহরের নাম বদনাম হচ্ছে। তাই চেন্নাইয়ের কাছে হারের পর শহরের ক্রিকেটপ্রেমীরা বলছেন, ' রাসেল, নারিন হাঁটাও - কলকাতা বাঁচাও'। তাদের এই দাবি একেবারেই ন্যায্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:50 PM IST