IND vs SA: ২ বছর পর অবশেষে কামব্যাক! ভারতীয় দলে মহাচমক! কার খুলল ভাগ্য?

Last Updated:

IND vs SA ODI Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।

News18
News18
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে ঘাড়ে চোট পাওয়ার কারণে শুভমান গিলের স্থলাভিষিক্ত হয়েছেন কেএল রাহুল। গিল দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ওডিআই দলে রাহুলের ডেপুটি হয়েছে ঋষভ পন্থ।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৩০ নভেম্বর। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দীর্ঘদিন পর ঘরের মাটিতে খেলবেন। রোহিত এবং বিরাট শেষবার অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে সিরিজ খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা এবং রুতুরাজ গায়কোয়াড়। গত অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের জন্য জাদেজাকে দলে রাখা হয়নি।
advertisement
advertisement
তবে রুতুরাজ গায়কোয়াড়ের ফের ভারতীয় দলে ফেরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রায় ২ বছর পর জাতীয় দলে সিএসকে তারকার ডাক পাওয়াটা চমকের থেকে কম কিছু নয়। গায়কোয়াড় শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট ও ভারতীয় এ দলের হয়ে তরুণ ডান হাতি ব্যাটারের লাগাতার ভাল পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিল রুতুরাজের জন্য।
advertisement
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ২ বছর পর অবশেষে কামব্যাক! ভারতীয় দলে মহাচমক! কার খুলল ভাগ্য?
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement