রস্টনকে দরাজ প্রশংসা কুম্বলের

Last Updated:

৮৯ ওভারে মাত্র ২ উইকেট। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অতিমানবীয় সেঞ্চুরিতে প্রতিরোধ গড়লেন অখ‍্যাত রস্টন চেজ।

#কিংসটন:  ৮৯ ওভারে মাত্র ২ উইকেট। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অতিমানবীয় সেঞ্চুরিতে প্রতিরোধ গড়লেন অখ‍্যাত রস্টন চেস। হতাশ করলেন অশ্বিন-মিশ্র।  সাবাইনায় নিশ্চিত জয় হাতছাড়া করেও বোলারদের পাশেই দাঁড়ালেন কুম্বলে। খলনায়ক বাছলেন বৃষ্টিকেই।
জামাইকায় জয়ের আশায় জল ঢেলেছেন রস্টন চেজ। কেরিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা চেজের পঞ্চম দিনের লড়াকু ১৩৭ রানে ভর করেই নিশ্চিত হারা ম‍্যাচ বাঁচিয়ে ফেলেছে ক‍্যারিবিয়ানরা। টেস্ট জীবনের প্রথম সেঞ্চুরির জন্য রস্টনকে কৃতিত্ব দিয়েও কুম্বলে অবশ্য খুঁজে পেলেন অন্য ভিলেন। বৃষ্টির জন্য সাবাইনা পার্কে টেস্টে ১০০ ওভার নষ্ট হওয়াকেই এই ফলাফলের কারণ হিসেবে বাছলেন টিম ইন্ডিয়ার কোচ।
advertisement
কিংসটনে শেষ দিন মাত্র ২ উইকেট ফেলার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোহলিদের। একইসঙ্গে মিলিয়ে গিয়েছে ক‍্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ হোয়াইটওয়াশের স্বপ্ন। শেষদিন ৮৮ ওভার সময় পেয়েও ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে ব‍্যর্থ হয়েছে ভারতীয় বোলিং। ব্ল‍্যাকউড, ডাউরিচ এবং শেষদিকে অধিনায়ক জেসন হোল্ডার রস্টন চেজকে সঙ্গত দিয়ে পাল্টা প্রতিরোধ গড়েছেন। সবচেয়ে হতাশ করেছেন অশ্বিন। তবু ভারতীয় বোলিংয়ের সমালোচনায় নারাজ জাম্বো। উল্টে বহুদিন পর পুরো ফিট শামির বোলিংয়ের মধ‍্যে ইতিবাচক দিক খুঁজছেন টিম ইন্ডিয়ার কোচ।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রস্টনকে দরাজ প্রশংসা কুম্বলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement