রোনালদিনহোর ছেলে এখন বার্সেলোনার ফুটবলার ! বাবার স্মৃতি ফেরাতে পারবেন কী?
- Published by:Rohan roychowdhury
Last Updated:
বার্সেলোনা: বাপ কা বেটা, সিপাহি কি ঘোড়া, কুচ নেহি তো থোড়া থোড়া! এই প্রবাদ বাক্যটি সব ক্ষেত্রে প্রযোজ্য হয়তো নয়। পৃথিবীতে সব গুণী বাবার সন্তানরাই সমান গুণের অধিকারী হবে এমন হয় না। আবার অনেক সময় হয়। ১৭ বছর বয়সী মেন্দেস গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। বয়সভিত্তিক এ ও বি দলের সমন্বয়ে গড়া হয়েছিল ওই দল।
ম্যাচটিতে নজরকাড়া পারফমেন্স করে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় খেলার সুযোগ পেলেন মেন্দেস। যার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন রোনালদিনহো স্বয়ং। বিখ্যাত বাবার সন্তান জোয়াও মেন্দেসের গায়ে বার্সেলোনার জার্সি উঠেছিল মাসখানেক আগেই। তখনও তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বার্সার। এবার সেই আনুষ্ঠানিকতাও শেষ হল।
🚨 OFFICIAL! Joao Mendes (18 years old), Ronaldinho's son, signs for Barça! 😍🇧🇷 Hopefully he follows in his daddy’s footsteps 💙❤️ pic.twitter.com/0GQjmWkfUG
— 4Football TV (@4footballtv) March 2, 2023
advertisement
advertisement
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্দেস এখন বার্সেলোনার। বৃহস্পতিবার বার্সলোনার পক্ষ থেকে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্সার হয়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদিনহো 'মুন্দো দেপোর্তিভো'র একটি অনুষ্ঠানে বলেছিলেন, বার্সেলোনা আমার জীবনের অংশ।
আমি কখনই নিজেকে ক্লাবের বাইরে ভাবি না। আমি যেখানেই যাব, বার্সেলোনাকে সঙ্গে নিয়ে যাব। বার্সেলোনায় আমার ছেলের আগমনে আমি এখন আগের চেয়েও ক্লাবের সঙ্গে আরও বেশি জড়িয়ে থাকব। রোনালদিনহো শুধু বার্সেলোনা নয় ব্রাজিলের জার্সিতেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন।
advertisement
২০০২ সালে ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান মনে আছে সকলের। সুন্দর ফুটবল উপহার দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ছিল ভার। তার ছেলে ফুটবল খেলে কতটা সফল হবেন তার উত্তর দেবে সময়। তবে মেন্দেস যে লম্বা রেসের ঘোড়া সেটা বোঝা যাচ্ছে। তিনি নাকি একাধিক পজিশনে খেলতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 4:28 PM IST