Exclusive: Rohit Sharma: রাহুল, পন্থ নাকি শেষমেশ বাজিমাত রোহিতের? টেস্ট অধিনায়ক চূড়ান্ত করল BCCI
- Published by:Suman Biswas
Last Updated:
Rohit Sharma: সুনীল গাভাসকারের মতো প্রাক্তনীরা ঋষভ পন্থ পক্ষে সওয়াল করেছিলেন। তবে সৌরভ সহ শীর্ষ বোর্ড কর্তারা রোহিতের পক্ষেই রায় দেন বলে সূত্রের খবর।
#মুম্বই: ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বিসিসিআইয়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। বিরাটের জায়গায় কে দায়িত্ব নেবেন সেই নিয়ে জল্পনা চলছিল। সাদা বলে অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। লাল বলে নেতৃত্বেও রোহিত প্রথম পছন্দ ছিলেন বোর্ড কর্তাদের। তবে বোর্ডের একাংশের তরফ থেকে উঠে আসছিল কে এল রাহুলের নাম। ঋষভ পন্থের নামও উঠেছিল। সুনীল গাভাসকারের মতো প্রাক্তনীরা ঋষভের পক্ষে সওয়াল করেছিলেন। তবে সৌরভ সহ শীর্ষ বোর্ড কর্তারা রোহিতের পক্ষেই রায় দেন বলে সূত্রের খবর।
বিরাটের ছেড়ে যাওয়া আসনে রোহিত শর্মা যোগ্য বলে মনে করেন সৌরভরা। মূলত বোর্ড কর্তাদের যুক্তি, দক্ষিণ আফ্রিকা সফরের আগেই অজিঙ্কা রাহানের জায়গায় টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত। ফলে অধিনায়ক দায়িত্ব ছাড়ার পর তাঁর জায়গায় সহ-অধিনায়ক দায়িত্ব নেবেন।
advertisement
advertisement
বোর্ডের এক কর্তা জানান, "টেস্ট দলে রোহিত শর্মা অধিনায়ক হবেন। এ বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণত সহ-অধিনায়কই অধিনায়ক হন। এবারও সেটাই হতে চলেছে।" এমনিতেও টেস্ট দলে সাম্প্রতিক সময়ে ভালোই পারফর্ম করছেন রোহিত। অতীতেও রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মুম্বইয়ের এই তারকার। রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড নিউজ 18 বাংলা-কে জানান, "রোহিতের মধ্যে সব রকম ক্ষমতা রয়েছে নেতৃত্ব দেওয়ার টেস্ট ক্রিকেটে। রোহিতের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল সাফল্য পাবে। ইতিমধ্যেই রোহিতের নেতৃত্ব সব জায়গাতেই প্রমাণিত।"
advertisement
দীনেশ আরও জানান, "টেস্ট দলে রোহিতের ওপেন করা উচিত। ওটাই সবথেকে পছন্দের জায়গা।" ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঠিক করে ফেললেও বোর্ড কর্তারা এখনই ঘোষণা করছেন না বলে খবর। আসলে সামনে কয়েকদিন ভারতের টেস্ট সিরিজ নেই। ফেব্রুয়ারি মাসের শেষে ভারতে আসবে শ্রীলঙ্কা। সেই সিরিজে টেস্ট ম্যাচ রয়েছে। তার আগে ভারতের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে খবর। শ্রীলঙ্কার আগে আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে আসবে। তিনটি একদিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেই সিরিজে একদিনের দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন রোহিত। ইতিমধ্যেই চোট সারিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন রোহিত শর্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 8:24 PM IST