ICC T20 World Cup 2022: শুরুতেই ফের সামনে পাকিস্তান, ঘোষিত টি ২০ বিশ্বকাপের সূচি, বদলা নিতে পারবেন কোহলিরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সুপার ১২-তে দু'টি গ্রুপ থাকছে৷ প্রথম গ্রুপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান (ICC T20 World Cup 2022 Fixtures)৷
#কলকাতা: গত বছরের মতোই এবারেও টি টোয়েন্টি (ICC T 20 World Cup 2022) বিশ্বকাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারত৷ চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা৷ বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়৷ ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে নিউজিল্যান্ড৷
ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে টুর্নামেন্টের (T20WC 2022) প্রথম রাউন্ডের খেলা শুরু হবে৷ এই পর্বে আটটি দল সুপার ১২ স্টেজে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করবে৷ ১৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷
advertisement
advertisement
সুপার ১২-তে দু'টি গ্রুপ থাকছে৷ প্রথম গ্রুপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান৷ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি-র রানার্স দু'টি দল এই এই চার দেশের সঙ্গে যোগ দেবে৷
সুপার বারোর দ্বিতীয় গ্রুপে ভারতের সঙ্গে থাকবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ৷ এ ছাডাও যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ বি-র চ্যাম্পিয়ন এবং গ্রুপ-এ থেকে রানার্স দল এই গ্রুপে আসবে৷
advertisement
যোগ্যতা অর্জন পর্বে খেলেই সুপার ১২-তে জায়গা করে নিতে হবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকেও৷
The fixtures for the ICC Men’s #T20WorldCup 2022 are here!
All the big time match-ups and how to register for tickets 👇 — ICC (@ICC) January 20, 2022
advertisement
সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত৷ ২৭ অক্টোবর বিরাট কোহলিদের প্রতিপক্ষ গ্রুপ এ-র রানার্স দল৷ ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২ নভেম্বর বাংলাদেশ এবং ৬ নভেম্বর গ্রুপ বি-র চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ভারত৷
advertisement
সবমিলিয়ে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে৷ সবমিলিয়ে ৪৫টি ম্যাচ খেলা হবে৷ অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে খেলা হবে৷ টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ৯ এবং ১০ নভেম্বর৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 10:59 AM IST