ক্যাচ ফেলতে যে ফিল্ডারকে অশ্রাব্য গালি! সেই তুলে নিল রোহিতকে

Last Updated:

কেএল রাহুল পারফরম্যান্সে ফিরলেও হিটম্যান আরও একবার যাচ্ছেতাই ভাবে ফ্যানদের হতাশ করলেন৷

rohit sharma out catch dropped ind vs ban
rohit sharma out catch dropped ind vs ban
#অ্যাডিলেড:  টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ভারত বনাম বাংলাদেশ ম্যাচে ঝকঝকে ভারতীয় ব্যাটিং লাইন আপ৷ যদিও ফ্লপ শো জারি রইল অধিনায়ক রোহিত শর্মার৷ বাংলাদেশের বিরুদ্ধে কেএল রাহুল পারফরম্যান্সে ফিরলেও হিটম্যান আরও একবার যাচ্ছেতাই ভাবে ফ্যানদের হতাশ করলেন৷ বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন৷ ভারত গত দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করেছে৷  ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনিও চেয়েছিলেন আগেই ব্যাট করতে৷
রোহিত তৃতীয় ওভারে একটি লাইফলাইন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ
বাংলাদেশ এদিন বল হাতে শুরুটা ভালই করেছিল৷ প্রথম ২ ওভারে তাঁদের বোলাররা মাত্র ১০ রান দেন৷ তৃতীয় ওভারে তসকিন আহমেদের ভাল বোলিং করছিলেন৷ অধিনায়ক রোহিত ৩ বলে একটিও রান করতে পারেননি৷ তাঁর চতুর্থ বলে রোহিত হাওয়ায় শট খেলেন৷ কারণ ব্যাট ও বলের ঠিকঠাক সংযোগ হয়নি৷ ডিপে হাসান মাহমুদ হাতে বল গেলেও তিনি তা নিতে ব্যর্থ হন৷
advertisement
advertisement
হাসানই এরপর তাঁকে আউট করেন
এরপর রোহিত শর্মা চতুর্থ ওভারে স্ট্রাইকে আসেন৷ বল হাতে হাসান মাহমুদ হাতে ধরা দেন তিনি৷ প্রথম বলে রোহিত কোনও রান করতে পারেননি৷ দ্বিতীয় বলে মাহমুদ যে বল করেন তাতে রোহিত পয়েন্টের ওপর থেকে খেলতে গিয়ে ফিল্ডার ইয়াসির আলির হাতে ধরা দেন৷ রোহিত ব্যাট করে ২ রান করেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাচ ফেলতে যে ফিল্ডারকে অশ্রাব্য গালি! সেই তুলে নিল রোহিতকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement