‘‘ শাস্ত্রীকে মিস করব..... ’’: রোহিত

Last Updated:

ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা একটি অনুষ্ঠানে ‘উইল মিস শাস্ত্রী ’ বলে ফেলায় নতুন করে উঠেছে প্রশ্ন ৷

#মুম্বই: অনিল কুম্বলেকে আগামী এক বছরের জন্য ভারতীয় দলের কোচ ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও কোচ নির্বাচন পর্ব নিয়ে জলঘোলা চলছে ৷ এর মধ্যেই আবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা একটি অনুষ্ঠানে ‘উইল মিস শাস্ত্রী ’ বলে ফেলায় নতুন করে উঠেছে প্রশ্ন ৷ তাহলে কি ভারতীয় দলের ক্রিকেটাররা কোচ হিসেবে শাস্ত্রীকেই চেয়েছিলেন ?
রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘ শাস্ত্রী যখন ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন, তখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ৷’’ একইসঙ্গে তিনি এটাও বলেন, ‘‘কুম্বলে যেভাবে খেলাটাকে নিয়ে ভাবেন, তা সত্যি অসাধারণ ৷ ক্রিকেট নিয়ে এমন এমন বিষয়ে তিনি আলোচনা করেন, তা শুনে আপনি মুগ্ধই হবেন ৷’’
কুম্বলেকে হেড কোচ হিসেবে নির্বাচিত করার আগে ১৮ মাস টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে ছিলেন রবি শাস্ত্রী ৷ তাঁর জমানায় বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট জেতার পাশাপাশি ফাইনালও খেলেছে মেন ইন ব্লু’রা ৷ তাই গত ১৮ মাসে দলে শাস্ত্রীর প্রভাব যথেষ্ট ছিল বলেই জানিয়েছেন রোহিত শর্মা ৷ তাঁর মতে, ‘‘ শাস্ত্রী টিম ডিরেক্টর পদে যোগ দেওয়ার দলের মধ্যে দারুণ পজিটিভ পরিবেশ তৈরি করতে সফল হন ৷’’
advertisement
advertisement
পাশাপাশি কুম্বলেকে নিয়েও যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের ওপেনার ৷ রোহিত জানান, ‘‘ মুম্বই ইন্ডিয়ান্সে কুম্বলে মেন্টর হিসেবে দারুণ কাজ করেছেন ৷ দু’বছর ওর সঙ্গে থাকার অভিজ্ঞতা আছে ৷ ওর কোচিংয়ের ধরণ আমার অনেকটাই জানা ৷ আমি ওই দলে ক্যাপ্টেন ছিলাম আর উনি মেন্টর ৷ আমি অনেক কিছুই শিখেছি ওই সময় ৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ শাস্ত্রীকে মিস করব..... ’’: রোহিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement