IND vs WI ODI: আহমেদাবাদে পুরোদমে অনুশীলন শুরু ভারতের! জয়ের রাস্তায় কাছাকাছি বিরাট এবং রোহিত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma leads team huddle as Virat Kohli in good spirit in Ahmedabad. আহমেদাবাদে পুরোদমে অনুশীলন শুরু ভারতের! নজরে বিরাট এবং রোহিত
#আমেদাবাদ: শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোল হয়ে দাঁড়িয়ে টিম হাডেলে বক্তব্য রাখছেন রোহিত শর্মা। বাকি সকলের সঙ্গে মন দিয়ে শুনছেন বিরাট কোহলি। একটু পরে হাসি মুখে নেট সেশন শুরু করে দিলেন বিরাট। কে বলবে তার সঙ্গে রোহিতের দূরত্ব? ফুরফুরে মেজাজে পাওয়া গেল কিং কোহলিকে। যেন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। জয়ের রাস্তায় কাছাকাছি বিরাট এবং রোহিত, বলা যেতেই পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফোকাস ধরে রাখা মোটেই কঠিন নয় ভারতীয় দলের কাছে।
সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎ করে করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তা অনেকটাই কম। ভারতীয় দল নিজেদের ফোকাস ধরে রাখছে ২২ গজের লড়াইতে। অধিনায়ক রোহিত শর্মা জানেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ। ভারতীয় দলে নতুন করে কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মারা।
advertisement
advertisement
করোনা আক্রান্ত শিখর ধাওয়ান সুস্থ রয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জৈবদুর্গের মধ্যে থাকা ক্রিকেটারদের আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি। বৃহস্পতিবার সবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই নিভৃতবাসে থাকা ক্রিকেটার ছাড়া বাকি সবাই অনুশীলন শুরু করেছেন। ৬ ফেব্রুয়ারি থেকে আমদাবাদে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা।
advertisement
#TeamIndia begin preps in Ahmedabad ahead of the ODI series against West Indies.#INDvWI pic.twitter.com/aYTd1QuexB
— BCCI (@BCCI) February 4, 2022
১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। ভারতীয় দলের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রুতুরাজ গায়কোয়াড় এবং মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আয়ারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। জোরে বোলার নবদীপ সাইনিও করোনা আক্রান্ত। এছাড়া দলের ফিল্ডিং কোচ টি দিলীপ, নিরাপত্তার দায়িত্বে থাকা বি লোকেশ ও ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের রিপোর্টও পজি়টিভ এসেছিল। সবাইকে নিভৃতবাসে রাখা হয়েছে।
advertisement
দুই ওপেনার করোনা আক্রান্ত হওয়ায় ময়ঙ্ক আগারওয়ালকে দলে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে ঈশান কিষানকেও। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে ভারতে এসেছে। বেশ শক্তিশালী দল হোল্ডার, পোলার্ড, পুরাণদের। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ হেরেছে ভারত। তাই করোনা নিয়ে না ভেবে সিরিজ জয়ের ওপর ফোকাস করছে টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 11:02 PM IST