Sourav Ganguly Legacy : বোর্ড সভাপতি হিসেবে আমি সফল কিনা বিচার করবে জনগণ! অকপট সৌরভ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly wants public to judge his legacy as BCCI President. সভাপতি হিসেবে তিনি সফল কিনা, জনগণের ওপরেই ছাড়লেন সৌরভ
করোনার প্রভাব দু'বছর থাকা সত্ত্বেও বিসিসিআই লড়াই করেছে। আইপিএল, বিদেশ সফর- সব মিলিয়ে ক্রিকেটকে বাঁচিয়ে রাখার প্রয়াস ছাড়েনি বোর্ড। তাই নিজের ছাপ কতটা রেখে যেতে পারলেন সেটা মানুষ বিচার করবে। করোনার দাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক মার খেয়েছে। এই জায়গাটা নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নয় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
এদিন সৌরভ জানিয়েছেন ভারতীয় বোর্ড আশাবাদী ২০২৩ থেকে বড় করে মেয়েদের আইপিএল শুরু করা যাবে। মেয়েদের জন্য এই মুহূর্তে ভারতে টি টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতা আছে যেখানে তিনটি দল খেলে। তবুও ২০২১ এই প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। আইপিএল দু'ভাগে আয়োজন করতে হওয়ার কারণে এই টুর্নামেন্টে মার খেয়েছিল। জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানাদের মত মহিলা ক্রিকেটাররা অনেকবার মেয়েদের আইপিএলের দাবি তুলে এসেছেন।
advertisement
এমনকি সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় সৌরভকে উদ্দেশ্য করে মেয়েদের আইপিএল চালু করার ব্যাপারে ভাবতে বলেছিলেন। প্রসঙ্গত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মহিলাদের পুরোমাত্রায় টি টোয়েন্টি লিগ আছে। বিগ ব্যাশ এবং হান্ড্রেড মেয়েদের জনপ্রিয় টুর্নামেন্ট। বিগ ব্যাশ লিগে সাতজন ভারতীয় মহিলা খেলে এসেছেন।
তবে এ বছর মেয়েদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতা হবে মে মাসে। পাশাপাশি হবে আইপিএল এর প্লে অফ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। পরবর্তী অধিনায়ক কে হবেন তা এখনও ঘোষণা করা হয়নি। তবে অনেকেই মনে করছেন, বিরাটের জুতোয় পা গলানোর দৌড়ে এগিয়ে রোহিত শর্মা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কী ভাবছেন এ নিয়ে?
advertisement
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে কারওর নাম বললেন না সৌরভ। তবে নতুন টেস্ট অধিনায়কের থেকে কী চান সেটা স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যে সেগুলো পূরণ করতে পারবে সেই অধিনায়ক হবে। আমার বিশ্বাস, নির্বাচকদের মাথায় কারওর নাম রয়েছে। সভাপতি এবং সচিবের মতো বোর্ডের আধিকারিকদের সঙ্গে ওরা আগে আলোচনা করবে। ঠিক সময়েই নতুন অধিনায়কের নাম জানানো হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 8:18 PM IST