KL Rahul: বিয়ের জন্যই তা হলে প্রথম ওয়ান-ডে খেলবেন না কে এল রাহুল! জানা গেল গোপন খবর

Last Updated:

KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেই রাহুল। কিন্তু কেন? জানা গেল গোপন খবর।

নয়াদিল্লি: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ৬, ৯ এবং ১১ ফেব্রুয়ারি এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ম্যাচে খেলবেন না টিম ইন্ডিয়ার তারকা ওপেনার কেএল রাহুল। তাঁর না খেলার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বিয়ের জন্যই কি প্রথম ওয়ানডে খেলবেন না কেএল রাহুল?
প্রথম ওয়ানডেতে কেএল রাহুল না খেলায় অনুমান করা হচ্ছিল, হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু আসলে ব্যাপারটি তা নয়। এর পিছনে আসল কারণ হল বিয়ে। আসলে বোনের বিয়ের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না কেএল রাহুল। বাড়িতে বিয়ে। তাই এই সময়টাতে কে এল রাহুল ছুটিতে থাকতে চেয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- আরও ধনী হবে বিসিসিআই! সৌরভের নেতৃত্বে বোর্ডের ঘরে আসছে ৪০-৪৫ হাজার কোটি টাকা
শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কওয়াড় এবং শ্রেয়াস আইয়ারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের ঠিক আগে। অনেকে ভেবেছিলেন, কে এল রাহুলকে দলে ডাকা হতে পারে। কিন্তু রাহুল তাঁর বোনের বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে তাঁকে প্রথম ওয়ান-ডেতে পাওয়া যাবে না। তিনি দ্বিতীয় ওয়ানডে থেকে খেলবেন বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
কেএল রাহুল না খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ওপেন করতে পারেন মায়াঙ্ক আগরওয়াল বা ঈশান কিশান। ভারতীয় শিবিরে কোভিডের হানার পর বড় চ্যালেঞ্জ সামলাতে হবে টিম ম্যানেজমেন্টকে। দলে এখন মাত্র পাঁচজন ব্যাটার। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ এবং অলরাউন্ডার দীপক হুডাকে প্রথম একাদশে দেখা যাবে। ২ ফেব্রুয়ারি দলে অন্তর্ভুক্ত হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।
advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ-
৬ ফেব্রুয়ারি: প্রথম ওডিআই (আহমেদাবাদ)
৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় ওডিআই (আহমেদাবাদ)
১১ ফেব্রুয়ারি: তৃতীয় ওডিআই (আহমেদাবাদ)
১৬ ফেব্রুয়ারি: প্রথম টি-টোয়েন্টি (কলকাতা)
১৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি (কলকাতা)
২০ ফেব্রুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (কলকাতা)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের স্কোয়াড:
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান।
advertisement
টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষল প্যাটেল।
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul: বিয়ের জন্যই তা হলে প্রথম ওয়ান-ডে খেলবেন না কে এল রাহুল! জানা গেল গোপন খবর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement