ম্য়াচের মাঝে ভয়ঙ্কর কাণ্ড! হাসপাতালে নিয়ে যাওয়া হল রোহিত শর্মাকে
- Published by:Suman Majumder
Last Updated:
Rohit Sharma finger injury: ম্যাচের মাঝে রক্তারক্তি কাণ্ড। সব ছেড়ে রোহিত শর্মা ছুটলেন হাসপাতালে।
#মিরপুর: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজের বলে এনামুল হক বিজয় ক্যাচ তোলেন ফার্স্ট স্লিপে। রোহিত শর্মার জন্য সেটা সহজ ক্যাচই ছিল। কিন্তু ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে বসলেন ভারতীয় অধিনায়ক।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকে রোহিত শর্মাকে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। রোহিতের আঙুলে গুরুতর চোট লেগেছে বলেই আন্দাজ করা হচ্ছিল। কারণ আঙুল চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি মাঠ ছাড়েন।
আরও পড়ুন- পেলেকে সম্মান জানাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনায় বঞ্চিত মারাদোনা! রেগে লাল কন্যা
রোহিতের আঙুলের স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের ফল আসলে বোঝা যাবে, তাঁর আঙুলে কোনও ফ্র্যাকচার হয়েছে কিনা! জানা গিয়েছে, বল বেকায়দায় লেগে রোহিত শর্মার আঙুল থেকে রক্তও ঝড়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম পরিস্থিতি নজরে রেখেছে।
advertisement
advertisement
রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুল ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার।
সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ঋষভ পন্থ চোটের কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন। দ্বিতীয় ম্যাচের আগে ফাস্ট বোলার কুলদীপ সেনও চোটের কবলে পড়েন। এবার অধিনায়ক রোহিত শর্মাও আঙুলে চোট পেলেন। রোহিতের বুড়ো আঙুলে চোট লেগেছে। তিনি হাসপাতাল থেকে ফিরেও এসেছে। তবে স্ক্যান রিপোর্ট কী বলছে, এখনও জানায়নি বোর্ড। রোহিত শর্মার আঙুলে ব্যান্ডেজ রয়েছে।
advertisement
আরও পড়ুন- `ভয় ধরানোর মতো দল এই ব্রাজিল'! মাঠে নামার আগেই ভয়ে কাঁপছেন ক্রোয়েশিয়ার কোচ
রোহিত শর্মা না থাকায় শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। তবে তিনি এদিন রান পেলেন না। মাত্র পাঁচ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হন তিনি। ৮ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান। বাংলাদেশ প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২৭১ রান করেছে। আপাতত দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 4:43 PM IST