পেলেকে সম্মান জানাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনায় বঞ্চিত মারাদোনা! রেগে লাল কন্যা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina Team should show respect for my dad like Brazil doing for Pele says Diego Maradona daughter Gianinna. পেলেকে সম্মান জানাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনায় বঞ্চিত মারাদোনা! রেগে লাল কন্যা
#দোহা: দিয়েগো মারাদোনার মেয়ে জিয়ানিনা সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার আসল কারণ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে এখনও পর্যন্ত একবারও প্রয়াত মারাদোনার স্মৃতির উদ্দেশ্যে কোনও সম্মান প্রদর্শন করেনি আর্জেন্টাইন ফুটবল দল। কিন্তু ব্রাজিলের জাতীয় ফুটবল দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ের পর বিরাট ব্যানার খুলে পেলেকে সুস্থ হওয়ার জন্য বার্তা দিয়েছে।
পুরো ব্রাজিল সমর্থকরাও মাঠে পেলের জার্সি, ফেস্টুন, ব্যানার নিয়ে আসছেন। গেট ওয়েল সুন জানাচ্ছেন। একই জিনিস কেন তার বাবার প্রতি করা হচ্ছে না এটাই প্রশ্ন মারাদোনা কন্যার। জিয়ানিনা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন। পাশাপাশি জানিয়েছেন যে মানুষটা আর্জেন্টিনার পরিচয় বিশ্বে নতুন করে প্রতিষ্ঠা করেছিল, যার জন্য সারা বিশ্বে আজও অসংখ্য মানুষ এই দলটাকে সমর্থন করেন, সেই মারাদোনার প্রতি আরও সম্মানজনক ব্যবহার আশা করেছিলেন তিনি।
advertisement
advertisement
এই ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের থেকে আর্জেন্টিনার কর্তাদের এবং ফুটবলারদের শিক্ষা গ্রহণ করা উচিত মনে করেন তিনি। এরপর আর্জেন্টিনার ফুটবল কর্তাদের বোধোদয় হয় কিনা সেটাই দেখার। নেদারল্যান্ডস ম্যাচ কঠিন পরীক্ষা তাদের। যদি সেই ম্যাচ জিততে পারেন মেসি, ডি মারিয়ারা - তাহলে দিয়েগোর উদ্দেশ্যে কোনও অভিনব সম্মান প্রদর্শন হয় কিনা মাঠে সেদিকে নজর থাকবে।
advertisement
#SelecciónMayor ¡Nuevo día de acción! 💪 ⚽️ Trabajando duro para nuestro próximo desafío 🎯#TodosJuntos 🇦🇷 #MásJuntosQueNunca 😍 pic.twitter.com/mUn3Kt43Qv
— Selección Argentina 🇦🇷 (@Argentina) December 6, 2022
দিয়েগোর পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তগণ তার মেয়ের এই পোস্টের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও লিওনেল মেসি জানিয়েছিলেন যদি এবার বিশ্বকাপ জয় করতে পারে আর্জেন্টিনা তাহলে সেটা কিংবদন্তি মারাদোনাকেই উৎসর্গ করবেন তারা। মারাদোনার মেয়ে মনে করেন তার বাবা যেখানেই থাকুন, সেখান থেকেই দেখছেন বিশ্বকাপ এবং লিওনেল মেসিদের পারফরমেন্স।
advertisement
অসুস্থ শরীর নিয়েও আর্জেন্টিনার খেলা দেখতে বিভিন্ন মাঠে পৌঁছে যেতেন তিনি। রাশিয়া বিশ্বকাপে তাকে দেখা গিয়েছিল গ্যালারিতে। বছর দুয়েক হয়ে গেল তিনি নেই। ফুটবল বিশ্বের কাছে এটা বিরাট ক্ষতি। অবশ্য কোপা আমেরিকা ফাইনালে ২৮ বছর পর চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা সম্মান জানিয়ে ছিল দিয়েগোকে।
তাদের ফুটবল দলের টুইটার একাউন্ট গেলেই বিশ্বকাপ হাতে মারাদোনার ছবি দেখা যায়। এবার কাতারে লিওনেল মেসিরা বিশ্বকাপ জিততে পারলে মারাদোনার প্রতি কি সম্মান দেখানো হয় সেটা সময় বলবে। তবে আর্জেন্টিনার সাধারণ সমর্থকরা কিন্তু আজও মাঠে যাচ্ছেন সেই দিয়েগো মারাদোনার ছবি নিয়ে। তাদের হৃদয়ের মাঝখানে আজও লেখা রয়েছে ফুটবল রাজপুত্রের নাম। লিওনেল মেসির কাছে এটাই শেষ সুযোগ তার পূর্বসূরি দিয়েগোকে স্পর্শ করার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 1:29 PM IST