জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু ধোনিদের

Last Updated:

ভারত- ১৬৬/৬ ( ২০ ওভার) বাংলাদেশ- ১২১/ ৭ ( ২০ ওভার) ভারত জয়ী ৪৫ রানে

ভারত- ১৬৬/৬ ( ২০ ওভার)

বাংলাদেশ- ১২১/ ৭ ( ২০ ওভার)

ভারত জয়ী ৪৫ রানে

advertisement
#মীরপুর: ম্যাচের শুরুতে দেখা গিয়েছিল একদল বাংলাদেশী সমর্থক বাঘের সাজে এসেছেন মাঠে খেলা দেখতে ৷ কিন্তু বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারেই সেই ‘বাঘ’দের মুখ কাচুমাচু ৷ আর তা হবে নাই বা কেন, তাদের প্রিয় দল যে আগেই হাল ছেড়ে বসে আসে ৷ সাধারণত টি২০ ক্রিকেটে ম্যাচের একেবারে শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা থাকে ৷ কারণ ম্যাচের মোড় ঘুরতে বিশেষ সময় লাগে না এই ফর্ম্যাটে ৷ কিন্তু এদিন একেবারেই সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছেন ১১ বাঙালী ক্রিকেটার ৷ টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা এদিন ভারতকে আগে ব্যাট করতে পাঠালে শুরুটা ভালোই করেন বাংলাদেশী বোলাররা ৷ শুরুতেই প্যাভিলিয়ানে ফেরেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ ধাওয়ান (২) এবং কোহলি (৮) ৷ কিন্তু ভারতীয়দের উপর সেই চাপটা শেষপর্যন্ত ধরে রাখতে পারেননি মোর্তাজারা ৷ সৌজন্যে অবশ্যই রোহিত শর্মার চওড়া ব্যাট ৷ অস্ট্রেলিয়া সফর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি ৷ এদিন শের-ই-বাংলা স্টেডিয়ামেও মাত্র ৫৫ বলে ৮৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি ৷ শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ৩১ রান ভারতের রানকে দেড়শোর গণ্ডী টপকাতে সাহায্য করে ৷ ১৬৭ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ৷ শাব্বির রহমান ৪৪ রান বাদে আর বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ বাংলাদেশী ব্যাটসম্যানদের আগাগোড়া চাপে রাখতে এদিন আসল ভূমিকা নেন আশিস নেহরা ৷ ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি ৷ ম্যাচের সেরা অবশ্য নির্বাচিত হয়েছেন রোহিত শর্মাই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু ধোনিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement