জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু ধোনিদের
Last Updated:
ভারত- ১৬৬/৬ ( ২০ ওভার) বাংলাদেশ- ১২১/ ৭ ( ২০ ওভার) ভারত জয়ী ৪৫ রানে
ভারত- ১৬৬/৬ ( ২০ ওভার)
বাংলাদেশ- ১২১/ ৭ ( ২০ ওভার)
ভারত জয়ী ৪৫ রানে
advertisement
#মীরপুর: ম্যাচের শুরুতে দেখা গিয়েছিল একদল বাংলাদেশী সমর্থক বাঘের সাজে এসেছেন মাঠে খেলা দেখতে ৷ কিন্তু বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারেই সেই ‘বাঘ’দের মুখ কাচুমাচু ৷ আর তা হবে নাই বা কেন, তাদের প্রিয় দল যে আগেই হাল ছেড়ে বসে আসে ৷ সাধারণত টি২০ ক্রিকেটে ম্যাচের একেবারে শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা থাকে ৷ কারণ ম্যাচের মোড় ঘুরতে বিশেষ সময় লাগে না এই ফর্ম্যাটে ৷ কিন্তু এদিন একেবারেই সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছেন ১১ বাঙালী ক্রিকেটার ৷ টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা এদিন ভারতকে আগে ব্যাট করতে পাঠালে শুরুটা ভালোই করেন বাংলাদেশী বোলাররা ৷ শুরুতেই প্যাভিলিয়ানে ফেরেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ ধাওয়ান (২) এবং কোহলি (৮) ৷ কিন্তু ভারতীয়দের উপর সেই চাপটা শেষপর্যন্ত ধরে রাখতে পারেননি মোর্তাজারা ৷ সৌজন্যে অবশ্যই রোহিত শর্মার চওড়া ব্যাট ৷ অস্ট্রেলিয়া সফর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি ৷ এদিন শের-ই-বাংলা স্টেডিয়ামেও মাত্র ৫৫ বলে ৮৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি ৷ শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ৩১ রান ভারতের রানকে দেড়শোর গণ্ডী টপকাতে সাহায্য করে ৷ ১৬৭ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ৷ শাব্বির রহমান ৪৪ রান বাদে আর বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ বাংলাদেশী ব্যাটসম্যানদের আগাগোড়া চাপে রাখতে এদিন আসল ভূমিকা নেন আশিস নেহরা ৷ ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি ৷ ম্যাচের সেরা অবশ্য নির্বাচিত হয়েছেন রোহিত শর্মাই ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2016 10:57 PM IST