নেহরার বিদায়ী ম্যাচে ধাওয়ান-রোহিতের রেকর্ড, সহজ জয় ভারতের

Last Updated:

ভারত: ২০২/৩ ( ২০ ওভার), নিউজিল্যান্ড: ১৪৯/৮ ( ২০ ওভার)

ভারত: ২০২/৩ ( ২০ ওভার)
নিউজিল্যান্ড: ১৪৯/৮ ( ২০ ওভার)
ভারত জয়ী ৫৩ রানে
#নয়াদিল্লি: ‘নেহরাজি’৷ এই নামে বিশেষভাবে পরিচিত আশিস নেহরা ৷ ১৮ বছরের তাঁর দীর্ঘ কেরিয়ার অবশেষে শেষ বুধবার ৷ নেহরার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে এদিন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজনের কোনও খামতি রাখা হয়নি ৷কোটলার প্যাভিলিয়ন প্রান্তের অপর প্রান্তের নাম ‘আশিস নেহরা এন্ড’ ৷ সেখান থেকেই নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ও শেষ ওভারটা করেন নেহরা ৷ ম্যাচ শুরুর আগে নেহরার হাতে স্মারক তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ৷
advertisement
advertisement
‘ক্যাচেস উইন ম্যাচেস’ ৷ এই কথাটা ক্রিকেটে বহু বছর ধরেই প্রচলিত ৷ বুধবার কোটলায় সেই বিষয়টা আরও একবার প্রমাণিত হল ৷ হার্দিক পাণ্ডিয়া যে ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ নিলেন ৷ সেদিনই আবার রোহিত, ধাওয়ান , কোহলিদের সহজ ক্যাচ ফেললেন কিউইরা ৷ ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড ক্রিকেটাররা বরাবরই দক্ষ ৷ তাঁদের কাছে থেকে এমন কুৎসিত ফিল্ডিং একেবারেই প্রত্যাশিত নয় ৷তবে ভারতীয়রাও এদিন বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন ৷ ব্যাটসম্যানদের দাপটে যদিও সেই ক্যাচ মিসগুলি ম্যাচের রেজাল্টের উপর বিশেষ প্রভাব ফেলেনি ৷নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে বুধবার প্রথম জয় পেলেন মেন ইন ব্লু’রা ৷
advertisement
নেহরার বিদায়ী ম্যাচ অবশ্য  স্মরণীয় করে রাখলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান জুটি ৷ প্রথম উইকেটের জুটিতে ১৫৮ রান করে নতুন রেকর্ড গড়লেন তাঁরা ৷ এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০-তে ভারতীয় ওপেনিং জুটির করা এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ ৷ এর আগে প্রথম উইকেটের জুটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির ৷ ২০১৫-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধরমশালায় ওপেনিং জুটিতে তাঁরা করেন ১৩৮ রান ৷ রোহিত-ধাওয়ানের এদিনের পার্টনারশিপ অবশ্য টি২০-তে ওপেনিং জুটির তোলা সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে থাকবে ৷ নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল এবং কেন উইলিয়ামসনের গতবছর পাকিস্তানের বিরুদ্ধে করা ১৭১ রানের পার্টনারশিপই এখনও পর্যন্ত টি২০-তে ওপেনিং জুটিতে ওঠা সর্বোচ্চ রান ৷
advertisement
ind-vs-nz-t20-match_4f3f5fd6-bf2e-11e7-922e-12a52d781256
বাংলা খবর/ খবর/খেলা/
নেহরার বিদায়ী ম্যাচে ধাওয়ান-রোহিতের রেকর্ড, সহজ জয় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement