ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Rishabh Pant is feeling blessed to breathe fresh air on road to recovery. ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন অক্সিজেন দিচ্ছে ঋষভকে
#নয়াদিল্লি: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ইয়ান চ্যাপেল বলেছিলেন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ঋষভ পন্থকে মিস করবে ভারত। খুশি হবে অস্ট্রেলিয়া। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত সব সময় দুর্ধর্ষ পারফর্ম করে এসেছেন পন্থ। টেস্ট ক্রিকেটে ক্যাঙ্গারুদের বিরুদ্ধে তার রেকর্ড দুর্দান্ত।
গাবায় ইতিহাস বদলে দেওয়া তার ইনিংস ভোলা সম্ভব নয়। পন্থ খেললে অস্ট্রেলিয়ার রক্তচাপ বেড়ে যেত সন্দেহ নেই। কিন্তু তিনি যখন নেই তখন কি করা যাবে? তার জায়গায় সম্ভবত খেলবেন রাহুল। তিনিই উইকেট কিপার হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ঋষভ পন্থ।
সেখানে দেখা যাচ্ছে পন্থ শুয়ে আছেন। লিখেছেন দীর্ঘদিন বাদে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে দারুণ লাগছে। এটাও একটা অন্যরকম অনুভূতি। মাঠে কবে ফিরতে পারবেন এই প্রশ্ন করা এখন অবান্তর। কম করে ছ মাস, বছরও ঘুরে যেতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় খেয়াল রেখে চলেছে তার সুস্থ হয়ে ওঠার দিকে।
advertisement
advertisement
Rishabh Pant feeling blessed as he shared a message via his Instagram story. Get well soon champ, cricket is waiting for you!#CricTracker #RishabhPant #BCCI pic.twitter.com/lqn6QE2vzi
— CricTracker (@Cricketracker) February 7, 2023
সব রকম ডাক্তারি পরিকাঠামো দেওয়া হচ্ছে। মুম্বইয়ে অস্ত্রোপচার হওয়ার পর ধীরে ধীরে পায়ের জোর বাড়ানোর অনুশীলন শুরু করবেন কয়েকদিন পর থেকে। তাড়াহুড়ো নেই। সম্পূর্ণ সুস্থ হয়েই ক্রিকেট মাঠে ফিরতে চান পন্থ। কিন্তু দেশের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট হবে, আর ঋষভ পন্থ টিভিতে সেটা দেখবেন, মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
advertisement
কিছু করার নেই। এমনটাই হয়তো ভবিতব্য ছিল। তার জায়গায় আইপিএল দিল্লি ক্যাপিটালস দলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারই অধিনায়কত্ব করবেন এমনটা নিশ্চিত হওয়া গিয়েছে। তবে দেশের মাটিতে নভেম্বরে হতে চলা একদিনের বিশ্বকাপের আগে নিজেকে সুস্থ করে তুলতে চেষ্টা করবেন ঋষভ এমনটা মনে করাই যায়। তবে পুরোটাই নির্ভর করছে তার শারীরিক উন্নতি এবং ডাক্তারদের সিগন্যালের ওপর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 12:18 PM IST