হোম /খবর /খেলা /
Pink Ball Test: ট্রেনিং ভুলে ড্রোনে মজলেন পন্থ, নতুন বন্ধুর নাম দিলেন 'স্পাইডি

Pink Ball Test: ট্রেনিং ভুলে ড্রোনে মজলেন পন্থ, নতুন বন্ধুর নাম দিলেন 'স্পাইডি'

Rishabh Pant introduces new drone friend Spidey

Rishabh Pant introduces new drone friend Spidey

ঋষভ পন্থ ট্রেনিংয়ের ফাঁকেই সময় করে নিলেন তাঁর "নতুন বন্ধু স্পাইডি"-র জন্য৷ যদিও পন্থে নতুন বন্ধু কোনও মানুষ বা পোষ্য নয়, স্পাইডি হলো ড্রোন ক্যামেরা৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: রাত পোহালেই নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় মোতেরা স্টেডিয়ামের নতুন করে পর্দা উন্মোচন৷ গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড৷ চলতি সিরিজের তৃতীয় টেস্টের আগে একদম ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া৷

দলের অন্যতম তরুণ সদস্য ঋষভ পন্থ (Rishabh Pant) যদিও ট্রেনিংয়ের ফাঁকেই সময় করে নিলেন তাঁর "নতুন বন্ধু স্পাইডি"-র জন্য৷ যদিও পন্থে নতুন বন্ধু কোনও মানুষ বা পোষ্য নয়, স্পাইডি হলো ড্রোন ক্যামেরা৷ নেট সেশনের ফাঁকেই ড্রোন নিয়ে মাতলেন পন্থ৷ টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান তাঁর সতীর্থ ও হেড কোচ কোচ রবি শাস্ত্রীর ভিডিও শ্যুট করলেন স্পাইডি নিয়ে৷ পাশাপাশি তিনি খুব মন দিয়েই ড্রোন চালানোর প্রশিক্ষণও নিচ্ছিলেন৷

View this post on Instagram

A post shared by Rishabh Pant (@rishabpant)

পন্থের অভিব্যক্তিই বলে দিচ্ছে যে, নতুন বন্ধুকে পেয়ে সে ঠিক কতটা খুশি হয়েছেন৷ ড্রোন চালানোর ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পন্থ লিখলেন, "উইকেটের পিছনে অনেকটা সময় কাটাই আমি৷ তো ভাবলাম আজ নেটের যদি একটা নতুন ভিউ পাওয়া যায়! আমার নতুন বন্ধুর সঙ্গে আলাপ করুন৷ আমি ওকে স্পাইডি বলে ডাকি৷" ভারতীয় ক্রিকেট দলের ইনস্টাগ্রাম পেজ থেকেও পন্থের ড্রোন সেশনের ভিডিও পোস্ট করা হয়েছে৷

পন্থের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা চলেছিল এই কিছুদিন আগে পর্যন্ত৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর পারফরম্যান্স সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে৷ টেস্ট দলে ঋদ্ধিমান সাহা থাকলেও, টিম ম্যানেজমেন্ট কিন্তু পন্থকেই প্রথম একাদশে রাখছে৷ তাঁর ঝোড়ো ব্যাটিং এখন টেস্টেও ইউএসপি হয়ে দাঁড়িয়েছে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: India vs england, Rishabh Pant