Pink Ball Test: ট্রেনিং ভুলে ড্রোনে মজলেন পন্থ, নতুন বন্ধুর নাম দিলেন 'স্পাইডি'

Pink Ball Test: ট্রেনিং ভুলে ড্রোনে মজলেন পন্থ, নতুন বন্ধুর নাম দিলেন 'স্পাইডি'

Rishabh Pant introduces new drone friend Spidey

ঋষভ পন্থ ট্রেনিংয়ের ফাঁকেই সময় করে নিলেন তাঁর "নতুন বন্ধু স্পাইডি"-র জন্য৷ যদিও পন্থে নতুন বন্ধু কোনও মানুষ বা পোষ্য নয়, স্পাইডি হলো ড্রোন ক্যামেরা৷

 • Share this:

  #আহমেদাবাদ: রাত পোহালেই নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় মোতেরা স্টেডিয়ামের নতুন করে পর্দা উন্মোচন৷ গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড৷ চলতি সিরিজের তৃতীয় টেস্টের আগে একদম ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া৷

  দলের অন্যতম তরুণ সদস্য ঋষভ পন্থ (Rishabh Pant) যদিও ট্রেনিংয়ের ফাঁকেই সময় করে নিলেন তাঁর "নতুন বন্ধু স্পাইডি"-র জন্য৷ যদিও পন্থে নতুন বন্ধু কোনও মানুষ বা পোষ্য নয়, স্পাইডি হলো ড্রোন ক্যামেরা৷ নেট সেশনের ফাঁকেই ড্রোন নিয়ে মাতলেন পন্থ৷ টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান তাঁর সতীর্থ ও হেড কোচ কোচ রবি শাস্ত্রীর ভিডিও শ্যুট করলেন স্পাইডি নিয়ে৷ পাশাপাশি তিনি খুব মন দিয়েই ড্রোন চালানোর প্রশিক্ষণও নিচ্ছিলেন৷

  View this post on Instagram

  A post shared by Rishabh Pant (@rishabpant)

  পন্থের অভিব্যক্তিই বলে দিচ্ছে যে, নতুন বন্ধুকে পেয়ে সে ঠিক কতটা খুশি হয়েছেন৷ ড্রোন চালানোর ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পন্থ লিখলেন, "উইকেটের পিছনে অনেকটা সময় কাটাই আমি৷ তো ভাবলাম আজ নেটের যদি একটা নতুন ভিউ পাওয়া যায়! আমার নতুন বন্ধুর সঙ্গে আলাপ করুন৷ আমি ওকে স্পাইডি বলে ডাকি৷" ভারতীয় ক্রিকেট দলের ইনস্টাগ্রাম পেজ থেকেও পন্থের ড্রোন সেশনের ভিডিও পোস্ট করা হয়েছে৷

  পন্থের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা চলেছিল এই কিছুদিন আগে পর্যন্ত৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর পারফরম্যান্স সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে৷ টেস্ট দলে ঋদ্ধিমান সাহা থাকলেও, টিম ম্যানেজমেন্ট কিন্তু পন্থকেই প্রথম একাদশে রাখছে৷ তাঁর ঝোড়ো ব্যাটিং এখন টেস্টেও ইউএসপি হয়ে দাঁড়িয়েছে৷

  Published by:Subhapam Saha
  First published: