World Cup Final 2022: ফ্রান্সে দাঙ্গা, আর্জেন্টিনায় উৎসব! রুদ্ধশ্বাস ফাইনালের পরই দুই দেশে দুই ছবি

Last Updated:

বুয়েনস আইরেসের প্রাণকেন্দ্রে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। গাড়ির হর্ন বাজিয়ে, বাজি ফাটিয়ে জয় উদযাপন করতে থাকেন আর্জেন্টিনীয়রা।

বুয়েনস আইরেসে উৎসব, প্য়ারিসের রাস্তায় দাঙ্গা সামলাতে পুলিস। Photo- Twitter
বুয়েনস আইরেসে উৎসব, প্য়ারিসের রাস্তায় দাঙ্গা সামলাতে পুলিস। Photo- Twitter
#প্য়ারিস: একদিকে উচ্ছ্বাস, অন্য়দিকে স্বপ্নভঙ্গের হতাশা। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে যখন হাজার হাজার মানুষ ভিড় করে দেশের জয় উদযাপন করছেন, তখন প্য়ারিসের রাস্তায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। ফ্রান্স ফাইনালে হারতেই ক্ষোভে ফেটে পড়েন ফরাঁসি সমর্থকরা। রীতিমতো দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। উগ্র সমর্থকদের সামাল দিতে রাস্তায় নামানো হয় বিশাল পুলিশবাহিনী। শুধু প্য়ারিস নয়, ফ্রান্সের বিভিন্ন শহরে এই ছবি দেখা যায়। প্য়ারিস ছাড়াও নিসে, লিয়ঁর মতো শহর অশান্ত হয়ে ওঠে।
সমাজমাধ্য়মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারতেই ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার সমর্থক। ভাঙচুরও চালান তারা।
advertisement
advertisement
জল কামান ছুড়ে, লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। রাস্তায় টহল দিতেও দেখা যায় পুলিশ বাহিনীকে।
আবার উল্টো ছবি আর্জেন্টিনায়। বুয়েনস আইরেসের প্রাণকেন্দ্রে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। গাড়ির হর্ন বাজিয়ে, বাজি ফাটিয়ে জয় উদযাপন করতে থাকেন আর্জেন্টিনীয়রা। সঙ্গে জাতীয় পতাকা হাতে নিয়ে, নীল সাদা জার্সি পরে চলতে থাকে নাচ, গান।
advertisement
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওবলিস্কো সৌধের সামনেই সবথেকে বড় জমায়েতটা হয়েছিল। সেখানেই খেলা দেখেন হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত টাইব্রেকারে দেশের জয় আসতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। প্লেট নদীর পাড়েও দেখা যায় একই ছবি।
advertisement
এই মুহূর্তে আর্থিক ভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। দেশের সবথেকে বড় সমস্য়া এখন নিত্য় প্রয়োজনীয় জিনিসের মূল্য়বৃদ্ধি। পাশাপাশি আর্জেন্টিনার মুদ্রারও অবমূল্য়ায়ন ঘটেছে। কমেছে মানুষের আয়। সাড়ে চার কোটির জনসংখ্য়ার দেশের চল্লিশ শতাংশ মানুষই দরিদ্র। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার মানুষের সেই সমস্ত হতাশা দূর করে দিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup Final 2022: ফ্রান্সে দাঙ্গা, আর্জেন্টিনায় উৎসব! রুদ্ধশ্বাস ফাইনালের পরই দুই দেশে দুই ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement