২৪ কোটির বোলারকে 'পিটিয়ে ছাতু' করলেন রিঙ্কু সিং, কেকেআরের ধামাকা শুরু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rinku Singh Kkr practice match: মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিচেল স্টার্ককে নিয়ে ছেলেখেলা করলেন রিঙ্কু সিং। ডেথ ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বেদম মার খেলেন এবার আইপিএলে ২৪ কোটি টাকা পাওয়া স্টার্ক।
কলকাতা: ২৪ কোটি টাকার বোলার। তাঁকে নিয়ে কি না এমন ছেলেখেলা!
মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিচেল স্টার্ককে নিয়ে ছেলেখেলা করলেন রিঙ্কু সিং। ডেথ ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বেদম মার খেলেন এবার আইপিএলে ২৪ কোটি টাকা পাওয়া স্টার্ক।
এবার আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মিচেল স্টার্ক। আইপিএলের এবার ১৭ বছর। আর এবারের আইপিএলে স্টার্ক যেন আকর্ষণের কেন্দ্রে।
advertisement
advertisement
কেকেআরে এবার হেডমাস্টার গম্ভীর। তিনি আসার পরই চাঙ্গা কেকেআর। আর এবার প্রস্তুতি পর্বে একটু অন্য পথে হাঁটছে কেকেআর। প্রস্তুতি শিবিরে কেকেআর প্লেয়ার ও সিএবির কয়েকজন প্লেয়ারকে নিয়ে দুটো দল তৈরি করে ম্যাচ খেলা হল মঙ্গলবার।
ধারাভাষ্য, আম্পায়ারিং সবই হল সেই ম্যাচে। সেই ম্যাচেই ডেথ ওভারে মিচেল স্টার্ককে ছক্কা মেরে তাক লাগালেন রিঙ্কু সিং। সেই খবর প্রকাশ্যে আসতেই সবাই বলছে, রিঙ্কু সিংয়ের হাত থেকে কারও রেহাই নেই। তা সে যতই বড় বোলার হোক না কেন!
advertisement
আরও পড়ুন- ভারতে আর থাকবেন না বিরাট-অনুষ্কা! চমকে দেবে ‘এই’ খবর, বড় সিদ্ধান্তের দেরি নেই!
২০১৪ এবং ২০১৫ মরশুমের পর আর আইপিএলে দেখা যায়নি। এবার তিনি আইপিএলে ফিরেছেন। আর শুরুতেই প্রস্তুতি ম্যাচে স্টার্ককে পিটিয়ে ছাতু করলেন রিঙ্কু।
গত ডিসেম্বরে নিলামের সর্বকালের রেকর্ড ভেঙে দেয় কেকেআর। স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নেয় তারা। তার পর থেকে স্টার্কের দিকে বিশেষ নজর রয়েছে সবার। তিনি কেমন পারফর্ম করেন, সেটাই এবার দেখার।
advertisement
আরও পড়ুন- দু’মাস নিরুদ্দেশ বিরাট-অনুষ্কা! কে সব থেকে বেশি খুঁজেছিল? কোহলির মুখে ‘সেই নাম’
প্রসঙ্গত, শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর। ইডেনে হবে সেই ম্যাচ। এবার হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 1:58 PM IST