corona virus btn
corona virus btn
Loading

টিম ইন্ডিয়ার কোচের পদে কেন আবেদন করতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ? জেনে নিন

টিম ইন্ডিয়ার কোচের পদে কেন আবেদন করতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ? জেনে নিন
  • Share this:

#কলকাতা: সচিন-সৌরভের জায়গায় কপিল-অংশুমান। তৈরি হয়েছে নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি। এই কমিটিই বাছবে বিরাটদের নতুন কোচ ও সাপোর্ট স্টাফকে। স্বার্থের সংঘাত থাকায় আগেই কমিটি থেকে পদত্যাগ করেছেন সচিন ও সৌরভ। কমিটি তৈরি হওয়ার পর অপেক্ষা ছিল নতুন সদস্যদের নাম ঘোষণা। কপিলের নেতৃত্বাধীন কমিটিতে থাকছেন প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড় ও প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী। তবে কোচ নির্বাচন নিয়ে এরমধ্যেই উপদেষ্টা কমিটি ও প্রশাসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। নতুন কমিটি তৈরিতে খুশি নন সিওএ সদস্য ও প্রাক্তন ক্রিকেটার ডায়না এডুলজি।

আরও পড়ুন-->ধোনির অবসর নিয়ে উত্তাল গোটা দেশ, এ ব্যাপারে কী জানাচ্ছেন বাবা-মা ? দেখে নিন

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য মঙ্গলবারই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। ক্রিকেটপ্রেমীরা তখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছিলেন হয়তো এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখা যাবে ভারতীয় দলের হেড কোচের পদে ৷ কিন্তু সেটা সম্ভব নয় ৷ কারণ কোচের পদে আবেদনই করতে পারবেন না সৌরভ ৷

বোর্ডের বিজ্ঞাপনে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য শর্তগুলি হল:-

১. ভারতীয় দলের কোচ হতে হলে টেস্ট খেলিয়ে কোনও দেশের অন্তত দু’বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকা প্রয়োজন ৷

২. না হলে অন্তত আইসিসি-র অ্যাসোসিয়েট দেশ, আইপিএল বা অন্য কোনও লিগের কোনও দলের হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে ৷

৩. বয়স হতে হবে ৬০-এর নিচে ৷

৪. ৩০টি টেস্ট অথবা কমপক্ষে ৫০টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ৷

এই শর্তগুলির মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য একটাই সমস্যা ৷ কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর নেই ৷ শুধুমাত্র আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলেছেন মহারাজ ৷

First published: July 18, 2019, 9:20 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर