ধোনির অবসর নিয়ে উত্তাল গোটা দেশ, এ ব্যাপারে কী জানাচ্ছেন বাবা-মা ? দেখে নিন

Last Updated:
#রাঁচি: শুক্রবার ওয়েস্ট সিরিজের দল নির্বাচন। তার আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে জল্পনা অব্যাহত। সূত্রের খবর, ফিটনেসের কারণ দেখিয়ে ক্যারিবিয়ান সফরে নাও যেতে পারেন মাহি। শুধু তাই নয়, ভারতের আর কোনও সিরিজেই ফার্স্ট চয়েস কিপার হিসেবে থাকবেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিকল্প হিসেবে ঋষভ পন্থকে তৈরি করা হবে। এবং সেই প্রক্রিয়ায় সাহায্য করবেন স্বয়ং মাহি। এমনও হতে পারে, কোনও সিরিজে ১৫ জনের দলে থাকলেও প্রথম একাদশে থাকবেন না প্রাক্তন ভারত অধিনায়ক। বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরই মাহিকে নিয়ে জল্পনা চলছেই। বিস্তর সমালোচনা হয়েছে বিশ্বকাপে তাঁর ব্যাটিং নিয়েও।
এদিকে ধোনি কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়ে এখনও সরকারিভাবে কিছুই জানাননি ৷ এক বিসিসিআই কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘ আমরা ধোনির থেকে কিছু জানতে পারিনি ৷ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলব ধোনি বিশ্বকাপে ভালই পারফর্ম করেছেন ৷ তবে ধোনি খেলা চালিয়ে যাবেন কী না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র তিনিই ৷ অন্য কাউকে তা বলতে হবে না ৷ ’’
advertisement
Sports Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, মাহির পরিবারের সদস্যরাই আর চান না ধোনি খেলা চালিয়ে যাক ৷ এখনই অবসর নিক ধোনি, এমনটাই চান ধোনির বাবা-মা ৷ তবে মাহির ছোটবেলার কোচ তাঁর পরিবারকে জানিয়েছেন, ৩৮ বছর বয়সী ধোনি আরও একবছর অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন ৷ অন্তত ২০২০-তে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলা চালিয়ে যেতে পারেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির অবসর নিয়ে উত্তাল গোটা দেশ, এ ব্যাপারে কী জানাচ্ছেন বাবা-মা ? দেখে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement