খারাপ পারফরম্যান্স না বৃষ্টির অজুহাত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায়ের কারণ কি

Last Updated:

ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার হারের পরই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল অস্ট্রেলিয়ার। টিম ওয়ান থেকে সেমিতে গেল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

#সিডনি: এক বছর আগে আরব আমিরশাহীতে স্বপ্নপূরণ হয়েছিল অস্ট্রেলিয়ার। ৫বার একদিনের বিশ্বকাপ জিতলেও টি-২০ ক্রিকেটে বিশ্বজয়টা অধরাই থেকে গিয়েছিল ব্যাগি গ্রিনদের। গতবার সেই খরা কাটিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বসেরা হয়েছিল অজিরা। ২০২২ ঘরের মাঠে আয়োজক দেশকে অন্যতম ফেভারিট ধরা হয়েছিল। কিন্তু গতবারের রানার্সরা সেমি ফাইনালে পৌছলেও, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিল সুপার ১২ রাউন্ড থেকেই।
শনিবার টিম ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ইংল্যান্ড হারাতেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চি‍‍ৎ হয়ে যায় অজিদের। রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিতে চলে গেল ব্রিটিশরা। তবে বিশ্বকাপের থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পেছনে তাদের খারাপ পারফরম্যান্সের থেকে বৃষ্টিকেই দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচও।
advertisement
কিন্তু শুধু বৃষ্টি নয়, অস্ট্রেলিয়ার পারফরম্যান্সও খুব একটা আহামরি নয়। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও ১৩৭ রান তুলতে দিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করলেও, আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত ৪ রানে জয়। ফলে নেট রানরেট বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছে অ্যারন ফিঞ্চের দল। তাই ইংল্যান্ডের সঙ্গে ৭ পয়েন্টে শেষ করলেও রানরেটের বিচারে ছিটকে যেতে হল অজিদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তিন দলই ৭ পয়েন্টে শেষ করে। নিউজিল্যান্ডের নেট রানরেট +২.১১৩, ইংল্যান্ডের +০.৪৭৩, অস্ট্রেলিয়ার -০.১৭৩। ফলে আয়ারল্যান্ড ও আফগানিস্তানেরবিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারলে সুপার ১২ থেকে বিদায় নিতে হত না অজিদের। ফিঞ্চদের বিদায়ের সঙ্গে পরপর দুবার একই দেশ টি-২০ বিশ্বকাপ জিততে না পারার ট্রেন্ডও বজায় থাকল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খারাপ পারফরম্যান্স না বৃষ্টির অজুহাত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায়ের কারণ কি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement