এই জন্যই তিনি বিরাট কোহলি! হেরেও রিঙ্কু সিংকে দিলেন এক অসাধারণ উপহার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli gifts bat to Rinku SIngh: রিঙ্কুর লড়াইয়ের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগায়। বিরাট কোহলিও হয়তো তাঁর লড়াইয়ের কথা শুনেছেন। আর তাই কেকেআর তারকার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনিও। তিনি কেন বিরাট কোহলি, এদিন সেটা বুঝিয়ে দিয়ে গেলেন।
বেঙ্গালুরু: শুক্রবার চিন্নাস্বামীতে কেকেআর-আরসিবি ম্যাচের পর ঘটল আসল ঘটনা। এই ম্যাচে রিঙ্কু সিং সেভাবে স্পটলাইটে ছিলেন না। সুনীল নারিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন। কিন্তু ম্যাচের শেষে বড় পুরস্কারটা রিঙ্কু সিংয়ের ভাগ্যেই জুটল।
এই ম্যাচে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। তবুও তাঁর দল জিতল না। খুব কম সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছেন রিঙ্কু। দারিদ্রের কঠিন গণ্ডি পেরিয়ে এত বড় মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য সহজ কাজ ছিল না।
আরও পড়ুন- টসের সময় তোতলাচ্ছেন শ্রেয়স আইয়ার,কে খেলছে জানেনও না,‘আসল অধিনায়ক’ কে তাহলে?
রিঙ্কুর লড়াইয়ের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগায়। বিরাট কোহলিও হয়তো তাঁর লড়াইয়ের কথা শুনেছেন। আর তাই কেকেআর তারকার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনিও। তিনি কেন বিরাট কোহলি, এদিন সেটা বুঝিয়ে দিয়ে গেলেন।
advertisement
advertisement
দল হারলেও রিঙ্কুকে উপহার দিলেন কোহলি। রিঙ্কুতে মুগ্ধ বিরাট। নিজের ব্যাটটাই উপহার হিসেবে দিয়ে দিলেন কেকেআর তারকাকে। রিঙ্কুকে ব্যাট উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। বোঝা যায়, কোহলি নিজেও লড়াকু রিঙ্কুর ফ্যান।
একজোড়া ক্যাচ ও অপরাজিত ৫ রান। এদিনের ম্যাচে রিঙ্কুর পারফরম্যান্স বলতে এটুকুই। কারণ রিঙ্কু নামার আগেই ভেঙ্কটেশ আইয়াররা ম্যাচ ফিনিশ করে দিয়েছিলেন। ফলে রিঙ্কুর আর এদিন বেশি কিছু করার ছিল না।
advertisement
Virat Kohli gifted a bat to Rinku Singh after the match.
– A lovely gesture by the King. pic.twitter.com/y5NpIdnUGi
— Johns. (@CricCrazyJohns) March 30, 2024
আরও পড়ুন- KKR News: কোহলিদের বিরুদ্ধে ৫ বড় রেকর্ড গড়লেন রাসেল,কেকেআরের নাম করলেন উজ্জ্বল
এই ম্যাচে সুনীল নারিনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ ধরেন রিঙ্কু সিং। তার পর রাসেলের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দেন রজত পতিদার। তাঁর সেই অসাধারণ দুটি ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 5:15 PM IST