Ravindra Jadeja: 'তুমি রাতে আসবে?...', জাদেজাকে মেসেজ ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের! তারপর যা ঘটল....
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja And Sarah Taylor Awkward Chat Went Public And Goes Viral: লর্ডস টেস্টে ভারত হারলেও রবীন্দ্র জাদেজার লড়াকু ব্যাটিং সকলের মনে জায়গা করে নিয়েছে। ২২ গজের পাশাপাশি মাঠের বাইরেও জাদেজার একাধিক বিষয় উঠে আসছে চর্চায়।
লর্ডস টেস্টে ভারত হারলেও রবীন্দ্র জাদেজার লড়াকু ব্যাটিং সকলের মনে জায়গা করে নিয়েছে। ভারতের ব্যাটিং টপ অর্ডার যখন পুরোপুরি ব্যর্থ তখন শেষ পর্যন্ত দলের স্বার্থে লড়াই করে গিয়েছেন জাড্ডু। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসা তার হয়নি। ভারত না জিতলেও আলোচনার শীর্ষে এখন জাদেজা। ২২ গজের পাশাপাশি মাঠের বাইরেও জাদেজার একাধিক বিষয় উঠে আসছে চর্চায়। ঠিক তেমনই একটি বিষয় ফের চর্চায়।
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা শুধু ব্যাট ও বলেই নন, মাঝে মাঝে ক্রিকেটের বাইরের ঘটনাতেও শিরোনামে চলে আসেন। ২০১৪ সালে এমনই একটি ঘটনা ঘটেছিল, যা আজও ক্রিকেটপ্রেমীদের আলোচনায় জায়গা করে নেয়। সেই বছর ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলরের সঙ্গে তাঁর এক ব্যতিক্রমী সোশ্যাল মিডিয়া কথোপকথন ভাইরাল হয়ে পড়ে।
ঘটনাটি ঘটে ২০১৪ সালের ৭ এপ্রিল রাতে। যখন পুরুষ ও মহিলা টি-২০ বিশ্বকাপ চলছিল। পুরুষদের দলে ভারত ফাইনালে উঠেছিল, এবং ইংল্যান্ড মহিলা দলও ফাইনালে পৌঁছেছিল। ঠিক সেই সময় রবীন্দ্র জাদেজা সারা টেলরকে একটি ব্যক্তিগত বার্তা পাঠান। যেহেতু তিনি সারাকে ফলো করতেন না, তাই মেসেজটি সবার সামনে চলে আসে।
advertisement
advertisement

সারা টেলর উত্তরে একের পর এক বার্তা দিতে থাকেন এবং মাত্র দেড় ঘণ্টায় প্রায় এক ডজন টুইট করেন, সবকটিতেই জাদেজাকে ট্যাগ করা হয়। একবার লেখেন, “কাল রাতে তুমি আসবে…” আবার একটিতে উল্লেখ ছিল, “সকালে ১০টায় পুলে ।” এর ফলে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।
advertisement
যদিও এই ঘটনা নিয়ে কেউ সরাসরি কখনই কিছু স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা ও জল্পনা-কল্পনায় মেতে ওঠেন। অনেকেই জাদেজার সাহসিকতার প্রশংসা করেন, আবার কেউ কেউ একে নিছক একটা ঘটনা বলেই মনে করেন।
advertisement
সম্প্রতি আবার জাদেজা আলোচনায় আসেন ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচে তাঁর লড়াকু ইনিংসের জন্য। যদিও ভারত ম্যাচটি হেরে যায়, তবু তাঁর একার লড়াই মানুষের মন জয় করে নেয়। খেলায় যেমন পারদর্শি, তেমনই মাঠের বাইরেও তাঁর উপস্থিতি মাঝে মাঝে শিরোনাম তৈরি করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 12:22 AM IST