Vaibhav Suryavanshi : ভাঙল ৩৪ বছরের পুরনো নজির, ফের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী প্রথমবার ইংল্যান্ডে যুব টেস্ট সিরিজ খেলছেন। প্রথম ম্যাচ ড্র হলেও আরও এক ইতিহাসের পাতায় নাম লেখালেন ১৪ বছরের ভারতীয় তারকা।
বৈভব সূর্যবংশী প্রথমবার ইংল্যান্ডে যুব টেস্ট সিরিজ খেলছেন। ভারত অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে খেলা প্রথম চার দিনের টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বৈভব। প্রথম চার দিনের ম্যাচে এত বেশি রান হয়েছে যে ৩৪ বছর পুরনো একটি বিশ্বরেকর্ড ভেঙে গেছে। এই রেকর্ড বৈভবের জন্মের আগেই তৈরি হয়েছিল। কিন্তু সূর্যবংশীর নাম এখন নতুন বিশ্বরেকর্ড গড়া দলে যুক্ত হয়েছে।
advertisement
এই ম্যাচে দুই দল মিলে মোট ১৪৯৭ রান করেছে, যা একটি বিশ্বরেকর্ড। এর আগে কোনো যুব টেস্ট ম্যাচে এত রান হয়নি। আগের রেকর্ডটি হয়েছিল ৩৪ বছর আগে ১৯৯১ সালে, অর্থাৎ বৈভবের জন্মের ২০ বছর আগে। এর আগে যুব টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ রান ছিল ১৪৩০। এটি ১৯৯১ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চেমসফোর্ডে হওয়া একটি ম্যাচে হয়েছিল।
advertisement
বেকেনহ্যামে হওয়া এই প্রথম যুব টেস্ট ম্যাচে ভারত ও ইংল্যান্ড দুই দলের ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন। দুই দলের মিলিত রান ১৪৯৭। এই ম্যাচে মোট ১৫টি ছক্কা হয়েছে – এটিও একটি নতুন রেকর্ড। ভারত তাদের দুই ইনিংসে মোট ৭৪৮ রান করেছে, যেখানে ১০টি ছক্কা ছিল। ইংল্যান্ড করেছে দুই ইনিংসে ৭০৫ রান, ৫টি ছক্কাসহ।
advertisement
বৈভব সূর্যবংশী প্রথম ইনিংসে ১৪ রান করে আউট হন, তবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুই ইনিংসে তিনি মোট ৭০ রান করেছেন, যেখানে ছিল ১২টি চারের সঙ্গে একটি ছক্কা। শুধু ব্যাটিং নয়, তিনি বোলিংয়েও সফল ছিলেন – নিয়েছেন ২টি উইকেট। যুব টেস্টে সবথেকে কম বয়সে উইকেট নেওয়া বোলারও হয়েছেন বৈভব।
advertisement