‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti

Last Updated:

একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷ একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷

Ravichandran Ashwin wife priti broke down before last year's gabba test against australia
Ravichandran Ashwin wife priti broke down before last year's gabba test against australia
#কলকাতা:  গত বছর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricketer) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাবা টেস্টে বড় জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল৷ যা ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা বছর বছর ধরে মনে রাখবেন৷ এই ভারতীয় টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের মধ্যে অন্যতম৷ বিরাচ কোহলি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং অশ্বিনের (Ravichanadran Ashwin) মতো ক্রিকেটাররা ছাড়া  অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে মাত দিয়েছে৷ এখন ৩২ বছর পরে কোনও দল গাবায় অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারায়৷ কোনও অভিজ্ঞতাহীণ দল অস্ট্রেলিয়ার গর্ব চুরমার করেছে৷ এই কাহিনী সব লোকে জানে৷ এই সময়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সঙ্গেও এমন কিছু হয়েছিল৷ যেটা অবশ্য কম লোক জানে৷ একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷
ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) আর অশ্বিন (R Ashwin) বোরিয়া মজুমদারের শো ব্যাকস্টেজে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্ত্রী প্রীতি-র সেই অজানা গল্প শেয়ার করেছেন৷ কোয়ারেন্টাইনের কারণে কেমন করে অশ্বিনের স্ত্রী ডুকরে ডুকরে কেঁদে উঠেছিলেন৷ অশ্বিনের এই ঘটনার সঙ্গে যুক্ত গল্প সাক্ষাৎকারে তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, ‘‘ আমার স্ত্রী ভালো করে জানতেন জার্নি করা কতটা মুশকিল৷ উনি গত দশ বছর ধরে এটা করছেন৷ যখন আমরা ব্রিসবেন পৌঁছই তখন আমাদের হোটেলের একটা ঘরে বন্ধ করে দেওয়া হয়৷ বলা হয় আমরা বাইরে যেতে পারব না৷ দশ মিনিট পরে আমি কান্নার আওয়াজ শুনতে পাই৷ এটা আমার সন্তানদের কান্নার আওয়াজ ছিল না৷ আমি গিয়ে দেখি আমার স্ত্রী (Ashwin's wife) কাঁদছে৷ উনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি৷ ’’
advertisement
advertisement
কোয়েরেন্টাইনের কারণে স্ত্রী কাঁদছিলেন- অশ্বিন (Ashwin's wife Priti)
advertisement
ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) অশ্বিন (Ravichandran Ashwin)  আরও জানান, ‘‘যখন আমি স্ত্রী কে কান্নার কারণ জিজ্ঞাসা করি তো তিনি আমায় কারণও বলতে পারছিলেন না৷ তিনি বলেন আমি জানি না কি হচ্ছে৷ আমি আর হোটেলের ঘরে বেশিক্ষণ থাকতে পারব না৷ তুমি প্র্যাকটিশে যাচ্ছ খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছ আর আমায় এই ঘরেই বন্দি থাকতে হচ্ছে৷ এটা সত্যিই অমানবিক হচ্ছে৷ এভাবে আমি আর থাকতে পারব না৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement