Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার

Last Updated:

Aus vs Eng: ইংল্যান্ডের শিবিরে অ্যাসেজ সিরিজ (Ashes Series) চলাকালীন আগেও করোনাভাইরাস (Coronavirus Positive) থাবার বসিয়েছে৷ ফের একবার করোনা হানা দিল৷

Aus vs Eng: england team hit by more covid 19 cases before the sydney test in ashes series- Photo- AFP
Aus vs Eng: england team hit by more covid 19 cases before the sydney test in ashes series- Photo- AFP
#সিডনি: সিডনি টেস্টের (sydney test) আগে ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) (England)  জন্য একটা বড় খারাপ খবর৷ ইংল্যান্ডের শিবিরে অ্যাসেজ সিরিজ (Ashes Series) চলাকালীন আগেও করোনাভাইরাস (Coronavirus Positive) থাবার বসিয়েছে৷ ফের একবার করোনা হানা দিল৷ এবার ইংল্যান্ড ক্রিকেট দলের এক নেট বোলার এবং একজন স্পোর্টস সাপোর্ট স্টাফ কোভিড ১৯ পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (England vs Australia) অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্টের আগে ফের একবার কোভিড ১৯ (Covid 19 Positive) -র হানায় ত্রস্ত ইংল্যান্ড শিবির৷ এই নিয়ে ইংল্যান্ড শিবিরের (England Cricket Team) মোট ৯ জন করোনা ভাইরাস পজিটিভ (Coronavirus Positive) হলেন৷ অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট ৫ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে৷ এর আগেই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ( Australia  vs England)  সম্মানের এই সিরিজের লড়াইতে ৩-০ তে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল৷
সিডনিতে ইংল্যান্ড কোচকে পাবে না
ইংল্যান্ড ক্রিকেট দলের  (England Cricket Team) এখনও অবধি ৯ জন করোনা ভাইরাস সংক্রমিত (Covid 19 Positive) হয়েছেন৷ কোচ ক্রিস সিলভারউডের পরিবারের সদস্যরা করোনা পজিটিভ (Coronavirus Positive) হয়েছেন৷ সিলভারউড নিজের পরিবারের সঙ্গে ছিলেন, ফলে চতুর্থ টেস্টে তিনি ক্রিকেট দলের সঙ্গে থাকতে পারবেন না৷ এর মধ্যেই খবর এসেছে অ্যাসেজ সিরিজে খারাপ পারফরম্যান্সের জন্য সিলভারউডকে কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে৷ দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন এই পদে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷
advertisement
advertisement
গ্লেন ম্যাকগ্রা কোভিড ১৯ পজিটিভ হয়েছেন
অ্যাসেজ সিরিজে সম্প্রচার সত্ত্বাধিকারী চ্যানেল -র কমেন্ট্রি প্যানেলের সঙ্গে সম্পর্কিত অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গ্লেন ম্যাকগ্রাও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷ তার আগে ম্যাচ রেফারি ডেভিড বুনও করোনা পজিটিভ হয়েছেন৷ এর ফলে চতুর্থ টেস্ট ম্যাচে এঁরা কেউ থাকবেন না৷ বুনের জায়গায় এখন স্টিভ বর্নার্ড অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে রেফারি -র ভূমিকায় থাকবেন৷
advertisement
ট্রেভিস হেড সিডনিতে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট খেলবেন না
ক্রিকেটারদের কথা বলা হলে সিডনি টেস্টের আগে প্রথমে অস্ট্রেলিয়া -র প্রথম একাদশের মাঝের দিকের ক্রিকেটার ট্রেভিস হেড করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷ হেড চতুর্থ টেস্টের জন্যে দলে নেই৷ তাঁর জায়গায় ক্রিকেট অস্ট্রেলিয়ার দলে মিচেল মার্শ, নিক মেডিসন, আর জোশ ইংলিশও দলে থাকবেন৷ আসলে সিডনি টেস্টে হেডে-র জায়গায় উসমান খোওয়াজা খেলার সম্ভবনা উজ্জ্বল৷ হেডের মতো উসমান খোওয়াজাও বাঁ হাতি ক্রিকেটার৷
বাংলা খবর/ খবর/খেলা/
Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement