IND vs SL, Day 2: অশ্বিন, জাদেজার দাপটে চার উইকেট হারিয়ে ইতিমধ্যেই হারের পথে ধুঁকছে শ্রীলঙ্কা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ravichandran Ashwin and Ravindra Jadeja brilliant spell makes Sri Lanka lose 4 wickets. মোহালিতে ভারতের বোলিং দাপটে প্রথম দিনেই হারের আশঙ্কায় শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা - ১০৮/৪
#মোহালি: মোহালি টেস্ট শেষ হতে কতদিন সময় লাগবে? তিনদিন? সাড়ে তিন দিন? নাকি চার দিন? কারণ ম্যাচের গতি প্রকৃতি দেখে এই খেলা পাঁচদিন পর্যন্ত গড়াবে না এখনই বলে দেওয়া যায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চারটি উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৮ উইকেটে ৫৭৪ রানের মাথায় ভারতের প্রথম ইনিংস ডিক্লেয়ার দিলেন রোহিত শর্মা। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। এই পাহাড়প্রমাণ রান তাড়া করা শ্রীলঙ্কার পক্ষে কঠিন ব্যাপার সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার ছিল না।
advertisement
advertisement
কারণ উইকেট যত সময় যাবে, তত শ্লথ হবে। স্পিন বোলারদের ক্ষেত্রে সুবিধা হবে। ১৭ রান করে অশ্বিনের বলে আউট হলেন থিরিমানে। শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০। বল করতে এসে প্রথম ওভারেই দিমুথ করুণারত্নেকে ২৮ রানে ফেরালেন জাডেজা। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল। ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ইনিংস খেলার পর বল হাতেও জাদেজা নিজেকে প্রমান করলেন।
advertisement
That will be STUMPS on Day 2 of the 1st Test.
Sri Lanka 108/4, trail #TeamIndia 574/8d by 466 runs. Scorecard - https://t.co/c2vTOXSGfx #INDvSL @Paytm pic.twitter.com/LqUs9xCxtc — BCCI (@BCCI) March 5, 2022
বল এতটা স্পিন করল, কিছু করার ছিল না ব্যাটসম্যানের। অভিজ্ঞ ম্যাথুজকে ফেরালেন যশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ল। তাদের রান ৩ উইকেটে ১০৩। অফ স্টাম্পের লাইনে পড়ে বলটা লেট সুইং করল। শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান বোকা বনে গেলেন। এর আগে অবশ্য নিঃশঙ্ককে বোল্ড করেছিলেন বুমরাহ। কিন্তু নো বল হওয়ার কারণে বেঁচে যান লঙ্কান ব্যাটসম্যান।
advertisement
এরপর রবীন্দ্র জাদেজার বলে আসালঙ্কাকে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান শ্রীলংকান ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে লঙ্কান ব্যাটসম্যানদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা চোখে পড়ল না। পিচ তৃতীয় দিন আরও ভাঙবে। সেক্ষেত্রে ভারতীয় স্পিনারদের সামলানো লঙ্কান ব্যাটসম্যানদের মাথাব্যথা আরো বাড়িয়ে দেবে। অশ্বিন, জাদেজা ছাড়াও জয়ন্ত যাদব স্পিন বল করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।
advertisement
তাছাড়া বল পুরনো হলে মহম্মদ শামি এবং বুমরাহ রিভার্স সুইং আদায় করতে জানেন। সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে আইসিইউতে লঙ্কান বাহিনী বলা চলে। তবে মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট কখন কি হবে বলা যায় না। অনেকটা নির্ভর করে আছে নিঃশঙ্ক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন তার ওপর। রবিবার সকালে প্রথম সেশনে নিঃশঙ্ককে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কার কপালে দুঃখ আছে বলে দেওয়া যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2022 5:35 PM IST