Howrah Sports Woman: নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিলেন বাংলার রনিতা! জানুন তাঁর কাহিনি
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Sports Woman: বিশ্বের দশ দেশকে পিছনে ফেলে শুটিং বলে বিশ্বসেরা ভারতীয় মহিলা দল! সেই দলের অন্যতম সদস্য সাঁকরাইলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের রনিতা সরদার।
হাওড়া: বিশ্বজয় করে ঘরে ফিরল বাংলার রনিতা! বিশ্বজয়ী বঙ্গ কন্যাকে ফুল বাদ্যযন্ত সহকারে স্বাগত জানালেন এলাকার মানুষ। বিশ্বের দশ দেশকে পিছনে ফেলে শুটিং বলে বিশ্বসেরা ভারতীয় মহিলা দল! সেই দলের অন্যতম সদস্য সাঁকরাইলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের রনিতা সরদার। নানা প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে বিশ্বকাপ মঞ্চে পৌঁছে যাওয়াটাই ছিল রনিতার কাছে বড় চ্যালেঞ্জ।
ভারতীয় শুটিং বল দলে সুযোগ পাওয়ার পর থেকে বাংলার রনিতাকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছিল। শুরু থেকে রনিতার উপর দারুণ আশা-ভরসা জেগেছিল। অবশেষে সেই স্বপ্নই সফল হল। প্রথমবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিং বল বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড ভারত-সহ মোট ১১টি দেশ অংশগ্রহণ করে। প্রথম শুটিং বল বিশ্বকাপে অংশগ্রহণে সমস্ত দেশের খেলোয়াড়রা দারুণ উৎসাহিত ছিল। প্রতিটি খেলা ছিল উত্তেজনা পূর্ণ, বিশ্বকাপ জয় করতে সমস্ত দেশের খেলোয়াড়রা ছিল মরিয়া। তবে এই বিশ্বকাপ ভারতীয় খেলোয়াড়দের কাছে ছিল একটু আলাদা অনুভূতি।
advertisement
advertisement
নিজেদের দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ, সেই দিক থেকে ভারতীয় খেলোয়াড়দের কাপ জিতে নেওয়ার নেশাটা ছিল প্রবল। আর শেষমেষ আপ্রাণ চেষ্টার পর, শেষ হাসি দেখা যায় ভারতীয় দলের মহিলা সদস্যদের মুখে। বিশ্বজয় করে ঘরে ফিরল রনিতা সরদার এবং তাঁর প্রশিক্ষক অনিমেষ নস্কর।
রাকেশ মাইতি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 10:36 PM IST