`রামিজ রাজা চার আনার চেয়ারম্যান ছিল'! পাক ক্রিকেটে নতুন বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

Last Updated:

Ramiz Raja only came for 6 days as PCB chairman says Wasim Akram. রামিজ রাজা চার আনার চেয়ারম্যান ছিল! পাক ক্রিকেটে নতুন বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

রামিজ রাজার বিরুদ্ধে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম
রামিজ রাজার বিরুদ্ধে বোমা ফাটালেন ওয়াসিম আক্রম
#লাহোর: রামিজ রাজা কয়েকদিন আগে বলেছিলেন তিনি এমন একটা রিপোর্ট প্রকাশ করবেন যাতে পাকিস্তানের অনেক প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারদের মুখ লুকোতে হবে। আসলে সেই তালিকায় ছিল ওয়াসিম আক্রমের নাম। এবার বিশ্বকাপজয়ী ওয়াসিম আক্রম জনসমক্ষে কার্যত চাঁচাছোলা ভাবে আক্রমণ শানিয়ে বসলেন অপর বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে।
ওয়াসিমকে প্রশ্ন করা হয় 'পাকিস্তান ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন এসেছে। আপনি তো নাজম শেঠিকে নিয়ে কথা বলেছিলেন। রামিজ রাজাকেও সরিয়ে দেওয়া হয়েছে....'। এই জায়গাতেই সাংবাদিককে থামিয়ে দেন ওয়াসিম আক্রম। তিনি প্রশ্ন করে বসেন 'কে?'
তারপরেই সাংবাদিক প্রশ্ন করে বসেন 'পিসিবির চেয়ারম্যান হিসেবে রামিজ রাজাকে আপনি কেমনভাবে পর্যালোচনা করবেন?' এর উত্তরে ওয়াসিমের স্পষ্ট জবাব 'দেখুন এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই না। ও তো মাত্র ছয় দিনের জন্য এসেছিল! এখন ফের আবার ওঁর জায়গায় ফিরে গিয়েছে। নাজম শেঠির অভিজ্ঞতা রয়েছে। বিষয়টা তো এমন নয় যে শুধু ক্রিকেটারদেরকেই পিসিবির চেয়ারম্যান হতে হবে!
advertisement
advertisement
আপনাকে ভালো প্রশাসক হতে হবে।নতুন ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। শাহিদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এই মাসেই হারুন রশিদকে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক প্রধানের। আক্রম জানিয়েছেন রামিজ যত না কাজ করেছেন, তার থেকে বেশি নিজের ঢাক পিটিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
`রামিজ রাজা চার আনার চেয়ারম্যান ছিল'! পাক ক্রিকেটে নতুন বোমা ফাটালেন ওয়াসিম আক্রম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement