Quinton de Kocks Retirement: ২৯- এ অবসর কুইন্টন ডি ককের, তাজ্জব কোচ মার্ক বাউচার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট শুরুর আগে এই ঘোষণা করেছিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock Retirement) ৷
#ওয়ান্ডারার্স: দক্ষিণ আফ্রিকার কোচ ও প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার মার্ক বাউচার (Mark Boucher) তাজ্জব৷ কেন হঠাৎ মাত্র ২৯-এ টেস্ট ক্রিকেট থেকে অবসব নিলেন কুইন্টন ডি ককের (Quinton de Kock) মতো প্রতিভাবান ক্রিকেটার৷ বাউচার জানিয়েছেন , ‘শক’৷ তাঁর কথা, ‘‘এই রকম প্রতিভার কেউ এই বয়সে অবসর নেবে এটা ভাবা যায় না৷’’ দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের বয়স মাত্র ২৯৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট শুরুর আগে এই ঘোষণা করেছিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock Retirement) ৷ সেই ম্যাচে ১১৩ রানে সেঞ্চুরিয়নে হেরেছে দক্ষিণ আফ্রিকা৷ স্থানীয় সংবাদমাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোচ বাউচার (Mark Boucher) জানিয়েছেন, ‘‘ওঁর মতো প্রতিভার কেউ এই বয়সে অবসর নেয় না, এটা একটা শক৷ কিন্তু আমরা সকলে ওঁর সিদ্ধান্তকে সম্মান করি৷’’
কুইন্টন ডি কক (Quinton de Kock) ৩৩০০ রান করেছেন ৫৪ টেস্ট থেকে৷ গড় ৩৮.৮২ , ২০১৪ সালে অভিষেকের পর ৬ টি শতরান করেছেন৷ বাউচার বলেছেন প্রোটিয়াদের এই নিয়ে কোনও কিছু করার নেই৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ফোকাস করা ছাড়া তাঁদের কোনও লক্ষ্য নেই৷ প্রথম টেস্টের আগে কুইন্টন ডি ককের অবসরের (Quinton de Kock Retirement) সিদ্ধান্ত ও তারপর টেস্টে হারের পর ওয়ান্ডার্সের টেস্টে ফোকাসই একমাত্র কাজ দক্ষিণ আফ্রিকার৷
advertisement
advertisement
বাউচার (Mark Boucher) বলেছেন, ‘‘ ওর দারুণ টেস্ট কেরিয়ার, এটা দুঃখের কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে৷’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘আমরা একটা সিরিজের মধ্যে রয়েছি ফলে কোনও কিছু নিয়ে বেশিক্ষণ ব্যস্ত থাকতে পারি না৷ ওর জায়গায় কে খেলবে সেটাই দেখার, যাতে কুইন্টন যেরকম খেলত সেরকম খেলতে পারে৷’’
প্রোটিয়া থিঙ্কট্যাঙ্ক জানে আগামী টেস্টগুলিতে তাঁকে পাওয়া যাবে না৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া যেত না তাঁর প্রথম সন্তানের জন্মের জন্য৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে আয়োজক দক্ষিণ আফ্রিকা যে হেরে যাবে তা ভাবেনি কেউই৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 3:00 PM IST