Quinton de Kocks Retirement: ২৯- এ অবসর কুইন্টন ডি ককের, তাজ্জব কোচ মার্ক বাউচার

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট শুরুর আগে এই ঘোষণা করেছিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock Retirement) ৷

quinton de kocks retirement- Photo Courtesy- ICC/Twitter
quinton de kocks retirement- Photo Courtesy- ICC/Twitter
#ওয়ান্ডারার্স: দক্ষিণ আফ্রিকার কোচ ও প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার মার্ক বাউচার (Mark Boucher) তাজ্জব৷ কেন হঠাৎ মাত্র ২৯-এ টেস্ট ক্রিকেট থেকে অবসব নিলেন কুইন্টন ডি ককের (Quinton de Kock) মতো প্রতিভাবান ক্রিকেটার৷ বাউচার জানিয়েছেন , ‘শক’৷ তাঁর কথা, ‘‘এই রকম প্রতিভার কেউ এই বয়সে অবসর নেবে এটা ভাবা যায় না৷’’  দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের বয়স মাত্র ২৯৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা  (Ind vs SA) প্রথম টেস্ট শুরুর আগে এই ঘোষণা করেছিলেন কুইন্টন ডি কক  (Quinton de Kock  Retirement) ৷ সেই ম্যাচে ১১৩ রানে সেঞ্চুরিয়নে হেরেছে দক্ষিণ আফ্রিকা৷ স্থানীয় সংবাদমাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোচ বাউচার (Mark Boucher) জানিয়েছেন, ‘‘ওঁর মতো প্রতিভার কেউ এই বয়সে অবসর নেয় না, এটা একটা শক৷ কিন্তু আমরা সকলে ওঁর সিদ্ধান্তকে সম্মান করি৷’’
কুইন্টন ডি কক (Quinton de Kock) ৩৩০০ রান করেছেন ৫৪ টেস্ট থেকে৷ গড় ৩৮.৮২ , ২০১৪ সালে অভিষেকের পর ৬ টি শতরান করেছেন৷ বাউচার বলেছেন প্রোটিয়াদের এই নিয়ে কোনও কিছু করার নেই৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ফোকাস করা ছাড়া তাঁদের কোনও লক্ষ্য নেই৷ প্রথম টেস্টের আগে কুইন্টন ডি ককের অবসরের  (Quinton de Kock  Retirement)  সিদ্ধান্ত ও তারপর টেস্টে হারের পর ওয়ান্ডার্সের টেস্টে ফোকাসই একমাত্র কাজ দক্ষিণ আফ্রিকার৷
advertisement
advertisement
বাউচার  (Mark Boucher) বলেছেন, ‘‘ ওর দারুণ টেস্ট কেরিয়ার, এটা দুঃখের কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে৷’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘আমরা একটা সিরিজের মধ্যে রয়েছি ফলে কোনও কিছু নিয়ে বেশিক্ষণ ব্যস্ত থাকতে পারি না৷ ওর জায়গায় কে খেলবে সেটাই দেখার, যাতে কুইন্টন যেরকম খেলত সেরকম খেলতে পারে৷’’
প্রোটিয়া থিঙ্কট্যাঙ্ক জানে আগামী টেস্টগুলিতে তাঁকে পাওয়া যাবে না৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)  দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া যেত না তাঁর প্রথম সন্তানের জন্মের জন্য৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে আয়োজক দক্ষিণ আফ্রিকা যে হেরে যাবে তা ভাবেনি কেউই৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Quinton de Kocks Retirement: ২৯- এ অবসর কুইন্টন ডি ককের, তাজ্জব কোচ মার্ক বাউচার
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement