MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও

Last Updated:

প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির এই বিশেষ বন্ধুদের ভিডিও পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Viral Video: ms dhoni spend quality time with his pets sakshi singh dhoni shared video
Viral Video: ms dhoni spend quality time with his pets sakshi singh dhoni shared video
#কলকাতা:   ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ময়দানে যতটা কুল ব্যক্তিগত জীবনেও ততটাই কুল৷ ভারতকে দুটো বিশ্বকাপ দেওয়ানো অধিনায়কের বাইক প্রেমের কথা তো সকলেই জানেন৷ কিন্তু তিনি যে এত পোষ্যপ্রেমী, রিটায়েরমেন্টের আগে তা জানা ছিল না৷ মহেন্দ্র সিং ধোনির পোষ্যের (MS Dhoni pet) তালিকায় নানা জাতের কুকুরের পাশাপাশি রয়েছে, নানা জাতির পাখি. বিভিন্ন রকমের খরগোশ, ঘোড়া৷
রাঁচিতে নিজের ফার্মহাউসে একাধিক পশু পুষেছেন৷ একাধিক বিদেশি ব্রিডের পশু রয়েছে ধোনির  (MS Dhoni)  খামারবাড়িতে৷ আর সেই পশুদের যত্ন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির এই বিশেষ বন্ধুদের ভিডিও পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
Indian Cricket Team -র প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এই বিশেষ দোস্ত আর কেউ নয়, তাঁর সবচেয়ে প্রিয় পোষ্য পনি- ধোনির এই বিশেষ পোষ্য (MS Dhoni pet) ধোনির ঘরের ভিতরেও চলে আসে৷ ধোনির স্ত্রী সাক্ষী ধোনি ছাড়া তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও ধোনির এই ভিডিও পোস্ট করেছেন৷ পোষ্যদের এই ভিডিও ভাইরাল (Viral Video) ৷
advertisement
দেখে নিন সাক্ষী ধোনির (Sakshi Dhoni) পোস্ট করা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভাইরাল ভিডিও (Viral Video) ৷
advertisement
এই ভিডিও ধোনি (MS Dhoni) সোফায় শুয়ে রয়েছেন৷ তিনি সেই অবস্থাতেই পনির সঙ্গে হাত মেলাচ্ছেন৷ সাক্ষী ধোনির (Sakshi Dhoni) শেয়ার করা এই ভাইরাল ভিডিওতে (Viral Video) লেখা রয়েছে , ‘‘আমার জন্য এটা খুব সহজ , ভিডিও পোস্ট করতেই একের পর এক কমেন্ট আসা শুরু হয়ে গেছে৷
advertisement
টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল এই ভিডিওতে মজাদার কমেন্ট করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘ভিডিওতে বিস্ট ও লেজেন্ড দুজনকেই একসঙ্গে দেখা গেছে৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement