MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও

Last Updated:

প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির এই বিশেষ বন্ধুদের ভিডিও পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Viral Video: ms dhoni spend quality time with his pets sakshi singh dhoni shared video
Viral Video: ms dhoni spend quality time with his pets sakshi singh dhoni shared video
#কলকাতা:   ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ময়দানে যতটা কুল ব্যক্তিগত জীবনেও ততটাই কুল৷ ভারতকে দুটো বিশ্বকাপ দেওয়ানো অধিনায়কের বাইক প্রেমের কথা তো সকলেই জানেন৷ কিন্তু তিনি যে এত পোষ্যপ্রেমী, রিটায়েরমেন্টের আগে তা জানা ছিল না৷ মহেন্দ্র সিং ধোনির পোষ্যের (MS Dhoni pet) তালিকায় নানা জাতের কুকুরের পাশাপাশি রয়েছে, নানা জাতির পাখি. বিভিন্ন রকমের খরগোশ, ঘোড়া৷
রাঁচিতে নিজের ফার্মহাউসে একাধিক পশু পুষেছেন৷ একাধিক বিদেশি ব্রিডের পশু রয়েছে ধোনির  (MS Dhoni)  খামারবাড়িতে৷ আর সেই পশুদের যত্ন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির এই বিশেষ বন্ধুদের ভিডিও পোস্ট করেছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)৷ সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
Indian Cricket Team -র প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এই বিশেষ দোস্ত আর কেউ নয়, তাঁর সবচেয়ে প্রিয় পোষ্য পনি- ধোনির এই বিশেষ পোষ্য (MS Dhoni pet) ধোনির ঘরের ভিতরেও চলে আসে৷ ধোনির স্ত্রী সাক্ষী ধোনি ছাড়া তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও ধোনির এই ভিডিও পোস্ট করেছেন৷ পোষ্যদের এই ভিডিও ভাইরাল (Viral Video) ৷
advertisement
দেখে নিন সাক্ষী ধোনির (Sakshi Dhoni) পোস্ট করা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভাইরাল ভিডিও (Viral Video) ৷
advertisement
এই ভিডিও ধোনি (MS Dhoni) সোফায় শুয়ে রয়েছেন৷ তিনি সেই অবস্থাতেই পনির সঙ্গে হাত মেলাচ্ছেন৷ সাক্ষী ধোনির (Sakshi Dhoni) শেয়ার করা এই ভাইরাল ভিডিওতে (Viral Video) লেখা রয়েছে , ‘‘আমার জন্য এটা খুব সহজ , ভিডিও পোস্ট করতেই একের পর এক কমেন্ট আসা শুরু হয়ে গেছে৷
advertisement
টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল এই ভিডিওতে মজাদার কমেন্ট করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘ভিডিওতে বিস্ট ও লেজেন্ড দুজনকেই একসঙ্গে দেখা গেছে৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement