ভারতকে অলিম্পিক্সে পদক জেতানো পিভি সিন্ধু মিস থেকে মিসেস! 'ডাবলস পার্টনার' কে জানেন?

Last Updated:

PV Sindhu marriage- বিয়ের আগে শনিবার গুরুত্বপূর্ণ একটি কাজ সারলেন সিন্ধু। আজ তাঁদের বাগদান পর্ব শেষ হল। দুজনের হাতেই আংটি।

News18
News18
হায়দরাবাদ: পরপর দুটি অলিম্পিক্সে পদক পেয়েছেন তিনি। সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় কদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছেন। দুবছরের ট্রফির খরা কেটেছে তাঁর। জীবনে সাফল্যের শেষ নেই তাঁর। তবে তিনি বিয়ের পিঁড়িতে কবে বসছেন, তা নিয়ে হাজারো জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান। পিভি সিন্ধুর বিয়ের এর এক সপ্তাহ বাকি।
বিয়ের আগে শনিবার গুরুত্বপূর্ণ একটি কাজ সারলেন সিন্ধু। আজ তাঁদের বাগদান পর্ব শেষ হল। দুজনের হাতেই আংটি। প্রি ওয়েডিংয়ের মতো ফটোশুট হল। তিনি জীবনের ডবলস পার্টনার হিসেবে বেছে নিয়েছেন বেঙ্কট দত্ত সাইকে, যিনি অতীতে আইপিএলের একটি দলের টিম ম্যানেজার ছিলেন।
আরও পড়ুন- কেকেআরের ভয়ঙ্কর বিপদ! তারকা ক্রিকেটারের আঙুল ভাঙল, কেলেঙ্কারি কাণ্ড
হায়দরাবাদের ২৯ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা একটি লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই লেখা বিখ্যাত লেবানিজ-মার্কিন লেখক কাহিল গাবরানের। ‘ওয়েন লাভ বেকনস ইউ, ফলো হিম। ফর লাভ গিভস নট বাট ইটসেলফ।‘ বাংলায় অর্থ অনেকটা এরকম- ভালবাসা যখন তোমায় ডাকবে বা ইশারা করবে, তখন তাঁর পিছনেই যেও। কারণ ভালবাসা শুধুই তোমায় ভালবাসা দেবে ’।
advertisement
advertisement
আরও পড়ুন- ২০৩৪ সালে পৃথিবীতে ঘটবে এক দুর্দান্ত ঘটনা, আর মাত্র ১০ বছর! শুনলে হা হয়ে যাবেন
অলিম্পিক্সে ২বার পদক জয়ের পর পিভি সিন্ধু কিছুটা ম্লান হয়েছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সময়টা তাঁর জন্য খুব একটা ভাল যায়নি। এই সময় পর্যন্ত পিভি সিন্ধু বারবার বিভিন্ন টুর্নামেন্টে ব্যর্থ হন। এরই মধ্যে প্যারিস অলিম্পিক্সে গিয়ে নিজের পদক জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করার সুযোগ থাকলেও তিনি তা করতে পারেননি। সেমিফাইনালেও পৌঁছাতে পারেননি। বছর শেষে অবশ্য সৈয়দ মোদি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। তার পর এবার বিয়েটাও সেরে ফেলতে চলেছেন সিন্ধু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতকে অলিম্পিক্সে পদক জেতানো পিভি সিন্ধু মিস থেকে মিসেস! 'ডাবলস পার্টনার' কে জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement