কেকেআরের ভয়ঙ্কর বিপদ! তারকা ক্রিকেটারের আঙুল ভাঙল, কেলেঙ্কারি কাণ্ড

Last Updated:
Anrich Nortje- এনরিক IPL-এ  এখনও পর্যন্ত  ৪৬ টি ম্যাচে ৬০ টি উইকেট নিয়েছেন।IPL ২০২৫ এ KKR-এর ফাস্ট বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন তিনি।
1/6
বৃহস্পতিবার কেকেআর শিবিরের জন্য এল উদ্বেগের খবর। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সময় বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙেছে নাইটদের তারকা পেসারের।
বৃহস্পতিবার কেকেআর শিবিরের জন্য এল উদ্বেগের খবর। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সময় বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙেছে নাইটদের তারকা পেসারের।
advertisement
2/6
বেশ কিছুদিনর জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার এনরিক নর্ৎজে। আইপিএল শুরু হতে পারে ২০২৫ সালের মার্চ মাস নাগাদ। তার আগে এনরিক ফিট হবেন তো! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
বেশ কিছুদিনর জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার এনরিক নর্ৎজে। আইপিএল শুরু হতে পারে ২০২৫ সালের মার্চ মাস নাগাদ। তার আগে এনরিক ফিট হবেন তো! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
advertisement
3/6
এনরিক নর্ৎজে যদি কোনোভাবে খেলতে না পারেন, তা হলে কাকে বিকল্প হিসেবে দলে নেবে কেকেআর! শোনা যাচ্ছে পেসার তাঞ্জিম হাসান সাকিবকে নিতে পারে কেকেআর।
এনরিক নর্ৎজে যদি কোনোভাবে খেলতে না পারেন, তা হলে কাকে বিকল্প হিসেবে দলে নেবে কেকেআর! শোনা যাচ্ছে পেসার তাঞ্জিম হাসান সাকিবকে নিতে পারে কেকেআর।
advertisement
4/6
এনরিক IPL-এ  এখনও পর্যন্ত  ৪৬ টি ম্যাচে ৬০ টি উইকেট নিয়েছেন।IPL ২০২৫ এ KKR-এর ফাস্ট বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন তিনি। তবে তাঁর চোট চাপে রাখল কেকেআরকে।
এনরিক IPL-এ  এখনও পর্যন্ত  ৪৬ টি ম্যাচে ৬০ টি উইকেট নিয়েছেন।IPL ২০২৫ এ KKR-এর ফাস্ট বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন তিনি। তবে তাঁর চোট চাপে রাখল কেকেআরকে।
advertisement
5/6
এনরিক না খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফকেও খেলাতে পারে কেকেআর। ডোয়েন ব্রাভো এখন কেকেআরের মেন্টর। ফলে আলজারিকে দলে নেওয়ার ব্যাপারে তিনি উদ্যোগী হতে পারেন।
এনরিক না খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফকেও খেলাতে পারে কেকেআর। ডোয়েন ব্রাভো এখন কেকেআরের মেন্টর। ফলে আলজারিকে দলে নেওয়ার ব্যাপারে তিনি উদ্যোগী হতে পারেন।
advertisement
6/6
কেকেআরে বরাবর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছে। সে সুনীল নারিন হোক বা আন্দ্রে রাসেল। তবে এনরিক ফিট থাকলে তাঁকে কেকেআরের প্রথম একাদেশ দেখা যেতে পারে।
কেকেআরে বরাবর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছে। সে সুনীল নারিন হোক বা আন্দ্রে রাসেল। তবে এনরিক ফিট থাকলে তাঁকে কেকেআরের প্রথম একাদেশ দেখা যেতে পারে।
advertisement
advertisement
advertisement