Pro Kabaddi League: মঙ্গলবার প্রো কবাডিতে দাপটে জিতল পাটনা পাইরেটস এবং হরিয়ানা

Last Updated:

Pro Kabaddi League Patna pirates beat Puneri Paltan. প্রো কাবাডি লিগে পুনেকে উড়িয়ে দিল পাটনা, তেলেগুর বিরুদ্ধে জয় হরিয়ানার

পাটনা পাইরেটস বনাম পুনেরি পল্টন ম্যাচের লড়াই
পাটনা পাইরেটস বনাম পুনেরি পল্টন ম্যাচের লড়াই
#বেঙ্গালুরু: মঙ্গলবারের প্রো কবাডি লিগের প্রথম ম্যাচে ২৬-৩৮ পয়েন্টে পুনেকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল পাটনা। প্রথম অর্ধে সমান পয়েন্ট ছিল দুই দলই, ১৪-১৪। রেইড থেকে বেশি পয়েন্ট তুলেছিল পুনে। কিন্তু ওই দুই পয়েন্টের ব্যবধান পাটনা মিটিয়ে নিয়েছিল অতিরিক্ত পয়েন্ট থেকে। কিন্তু দ্বিতীয় অর্ধ শুরু হতেই ম্যাচ জুড়ে দেখা যায় পাটনা পাইরেটসকে প্রভুত্ব দেখাতে।
অর্ধ শুরু হতেই একটি অল আউট রেইড করে ১৫-১৯ এ এগিয়ে যায় পাটনা। তার পর মোটামুটি অনেকক্ষণ ভদ্রস্থ ব্যবধান রাখার পরে, আর ম্যাচ ধরে রাখতে পারল না পুনে। ২০-২৩ এ এগিয়ে থাকার পর পাটনা একের পর এক সুপার রেইড এবং সুপার ট্যাকল করে নিজেদের লিড প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয়। ২১-৩৫ অবধি নিজেদের ব্যবধান এগিয়ে নিয়ে যায় পাটনা।
advertisement
advertisement
পুনের সুনীলকে হলুদ কার্ড দেওয়া হয় সংকেতের জার্সি টেনে ট্যাকল করার জন্য। এরপর আর ম্যাচে ফেরার ক্ষমতা ছিল না পুনেরি পল্টনের। পাটনার সচিন তার একটি সুপার ১০ পূর্ণ করেন। দিনের দ্বিতীয় ম্যাচে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিল তেলুগু টাইটানসকে। টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে ৩৯-৩৭ ফলে জিতল হরিয়ানা।
advertisement
advertisement
প্রথম অর্ধে হরিয়ানা স্টিলার্স ২৩-১৯ পয়েন্টে এগিয়েছিল। দ্বিতীয় অর্ধে তেলেগু টাইটানস ম্যাচে ফেরার চেষ্টা করলে ব্যর্থ হয় তারা। হরিয়ানার হয়ে ১২ পয়েন্ট নেন অলরাউন্ডার মিতু। এছাড়া রোহিত গুলিয়া ৮ পয়েন্ট অর্জন করেন।অন্যদিকে তেলেগু টাইটানস এর হয়ে ২৩ মিনিটে অঙ্কিত বেনিওয়ালকে নামানোর পর থেকেই ম্যাচে আসতে আসতে ফিরতে শুরু করে তারা।
advertisement
অঙ্কিত ৯ পয়েন্ট অর্জন করেন। এছাড়াও সিদ্ধার্থ দেশাই শুরুতে পয়েন্ট নিয়ে ম্যাচে টিকিয়ে রাখে তেলেগু দলকে। এই ম্যাচে জয়ের ফলে হরিয়ানা উঠে এল ৮ নম্বর স্থানে। অন্যদিকে ম্যাচে হেরে তেলেগু লিগ টেবিলে নেমে ১১নম্বর স্থান ধরে রাখল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pro Kabaddi League: মঙ্গলবার প্রো কবাডিতে দাপটে জিতল পাটনা পাইরেটস এবং হরিয়ানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement