Pro Kabaddi League : বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে লড়ে হারল বেঙ্গল ওয়ারিয়র্স, গুজরাত - দিল্লি ড্র

Last Updated:

Pro Kabaddi League Bengaluru Bulls pipped Bengal Warriors. প্রো কবাডি লিগ বেঙ্গালুরুর কাছে এক পয়েন্টে হারল বেঙ্গল ওয়ারিয়র্স

বেঙ্গালুরুর পবন শেরাওয়াতকে আটকানোর চেষ্টায় বেঙ্গলের খেলোয়াড়
বেঙ্গালুরুর পবন শেরাওয়াতকে আটকানোর চেষ্টায় বেঙ্গলের খেলোয়াড়
মনীন্দর বেঙ্গালুরুর ৬ জনকে ছুঁয়ে থাকা অবস্থায় মাঝের দাগ পর করে দেন হাত দিয়ে। একবারে ৬ পয়েন্ট নিয়ে অল আউট করে দেন বেঙ্গালুরু বুলসকে। কিন্তু প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই বেঙ্গালুরু ম্যাচে ফিরে আসে এবং ১৮-১৭ পয়েন্টে এগিয়ে থেকে অর্ধ শেষ করে। পবন বেঙ্গলের কোর্টে ঢুকে তিনজনকে আউট করে আবার বেঙ্গলকে অল আউট করেন।
advertisement
advertisement
মাঝে একবার শক্তির প্রদর্শনও দেখান মনীন্দর, ধাক্কা মেরে কোর্ট থেকে বার করে দেন পবনকে। তার বদলা নিয়ে একটি ডু ওর ডাই রেডে মনীন্দরকে আউট করে পরক্ষণেই। মনীন্দর আরেকটি সুপার ১০ পূর্ণ করলেন। দ্বিতীয়ার্ধে ঠিক এভাবেই টানটান উত্তেজনা বজায় থাকল। বেঙ্গল ওয়ারিয়র্স খুব দ্রুত সমতায় ফিরিয়ে আনে নিজেদের।
advertisement
কিন্তু আবার ২৪-২০ তে লিড নিয়ে নেয় বেঙ্গালুরু বুলস। আবার একটি সুপার টেন করলেন পবন। কোচের পরামর্শ মেনে নবীন বেঙ্গলের কোর্টে আবার অল আউট করে দিল। ২৮-২১ এ এগিয়ে গিয়েছিল তখন বেঙ্গালুরু। আবার এক পয়েন্ট করে ম্যাচে ফিরতে থাকে বেঙ্গল, ৩১-৩০ এ পিছিয়ে থেকেও অল আউট করে দেয় বেঙ্গালুরুকে।
ম্যাচে কখনও পাল্লা ভারী বেঙ্গলের কখনও বেঙ্গালুরুর। ৫০ সেকেন্ড বাকি থাকতেও ৩৩-৩৩ এ সমতায় ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে রেড করে দুই পয়েন্টে এগোয় বেঙ্গালুরু। দু পয়েন্টের জন্য বেঙ্গালুরুর কোর্টে ঢুকে মাত্র এক পয়েন্টেই ফিরতে হল বেঙ্গলকে। ৩৬-৩৫ এ ম্যাচ বার করে নেয় বেঙ্গালুরু বুলস।
advertisement
গুজরাত জায়ান্টস এবং দাবাং দিল্লির একটি একঘেয়ে ম্যাচ শেষ অবধি ড্রতেই শেষ হল, স্কোর হল ২৪-২৪। প্রো কবাডি লিগ ২০২১এর পঞ্চম দিনের প্রথম ম্যাচে নবীন কুমার দাবাং দিল্লির হারা ম্যাচ বাঁচায়। তিনি দিল্লির হয়ে একাই ১১ পয়েন্ট তোলেন এবং এই মরসুমের ৩টি ম্যাচেই ১০ এর বেশি পয়েন্ট তোলেন তিনি। গুজরাত জয়ান্টস রেড থেকে মোট ১৫ এবং দিল্লি ১৬ পয়েন্ট তোলে। গুজরাতের রাকেশ নারোয়াল ৯ পয়েন্ট তোলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pro Kabaddi League : বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে লড়ে হারল বেঙ্গল ওয়ারিয়র্স, গুজরাত - দিল্লি ড্র
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement