Pro Kabaddi League: মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জিতল ইউপি যোদ্ধা, পুনেরি পল্টন! জয় জয়পুরের

Last Updated:

Pro Kabaddi League 2021 UP Yoddha beat Puneri Paltan. বড়দিনের রাতে কবাডিতে জয় পেল ইউপি, পাটনা এবং জয়পুর, পুরনো দল পাটনার বিরুদ্ধে খেলছেন পরদীপ নারওয়াল

পুরনো দল পাটনার বিরুদ্ধে খেলছেন পরদীপ নারওয়াল
পুরনো দল পাটনার বিরুদ্ধে খেলছেন পরদীপ নারওয়াল
দ্বিতীয় অর্ধে পাটনাকে অল আউট করে দেয় একবার ইউপি। কিন্তু তারপরেও পাটনা মারাত্মক লড়াই করে। কিন্তু শেষ অবধি ইউপির সুরিন্দর গিল, পাটনার কোর্টে ঢুকে ম্যাচ জয়ী পয়েন্টটা ছিনিয়ে নিলেন। এক পয়েন্টের ব্যবধানে এই মরসুমের প্রথম ম্যাচ জিতল তারা। ইউপির সবথেকে নামী প্লেয়ার পারদীপ নরওয়াল (Pardeep Narwal) প্রত্যাশিত ভাবে অসাধারণ খেলেন এবং ম্যাচের মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলেন তিনি। তিনি ইউপির হয়ে ১২ পয়েন্ট তোলেন।
advertisement
advertisement
প্রদীপের পুরনো দল ছিল পাটনা। যে দলের হয়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পাটনার সচিন তানওয়ার অসাধারণ প্রদর্শন দেখান, তিনি ১০ পয়েন্ট তোলেন এবং তাদের অধিনায়ক প্রশান্ত রাই ৮ পয়েন্ট দেয় দলকে। একই রকম রোমাঞ্চকর হলো পুনেরি পল্টন এবং তেলেগু টাইটানস এর ম্যাচ (Puneri Paltan vs Telegu Titans)। এই মরসুমের প্রথম জয় নথিভুক্ত করল পুনে। প্রথম অর্ধে অনেকটাই এগিয়ে ছিল তেলেগু টাইটানস।
advertisement
পুনেকে একবার অল আউট করে ১৪-২০ তে এগিয়েছিল তেলেগু টাইটানস। তারা এই অর্ধে ৬ পয়েন্ট অতিরিক্ত হিসেবে অর্জন করেন। দ্বিতীয় অর্ধে খেলা ঘুরিয়ে দেয় পুনেরি পল্টন। রেড এবং ট্যাকল দু দিকেই এগিয়ে থাকে তারা। দু দলই যদিও একবার করে অল আউট হয়েছে এই অর্ধে। কিন্তু শেষ অবধি ২০-১৩ এর ব্যবধান রাখে দ্বিতীয় অর্ধে। ম্যাচ শেষে ফল হয় ৩৪-৩৩, এবং মরসুমের প্রথম জয় পায় পুনে।
advertisement
পুনের সিদ্ধার্থ দেশাই অসাধারণ প্রদর্শন দেখান, ১৫ পয়েন্ট অর্জন করেন দলের হয়ে। কিন্তু ম্যাচের দেশের দিকে চোট লাগে তার। তবে এখনও এটি নিশ্চিত নয় যে চোটটি মারাত্মক কিনা। দিনের শেষ ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার ৪০-৩৮ ব্যবধানে হারিয়ে দেয় হরিয়ানা স্টিলারকে (Jaipur Pink Panthers vs Haryana Steelers)। এই ম্যাচটাও শেষ মুহূর্ত পর্যন্ত তীব্র লড়াই চলে।
বাংলা খবর/ খবর/খেলা/
Pro Kabaddi League: মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জিতল ইউপি যোদ্ধা, পুনেরি পল্টন! জয় জয়পুরের
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement