Preity Zinta| IPL Mega Auction: মেগা নিলামের আগে বিরাট টুইস্ট Kings XI এর মালকিনের, বড় সিদ্ধান্ত Preity Zinta-র!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Preity Zinta| IPL Mega Auction: কেন এবার আইপিএল-এর নিলামে থাকছেন না প্রীতি জিন্টা? নিজেই স্পষ্ট জানালেন কারণ!
#মুম্বই: এবার আইপিএল নিলামে (Preity Zinta| IPL Mega Auction) থাকবেন না বলিউড তারকা এবং কিংস ইলেভেন (Kings XI) পাঞ্জাবের সহ মালিক প্রীতি জিন্টা। ট্যুইট করে একথা জানান তিনি। প্রীতি জিন্টা (Preity Zinta) জানান, এবছর তিনি আইপিএল নিলাম মিস করবেন। কারণ তাঁর সন্তানদের ছেড়ে ভারতে আসা সম্ভব হবে না। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের অকশন হবে।
তবে নিজে আসতে না পারলেও, মেগা নিলামের (Preity Zinta| IPL Mega Auction) আগে পঞ্জাব কিংসের বাকিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রীতি (Preity Zinta)। ভারতের বাইরে থেকেও, গত কয়েক দিন ধরে তিনি নিলাম নিয়ে মারাত্মক ব্যস্ত ছিলেন। সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করে একটি ছক তৈরি করে দিয়েছেন। পাশাপাশি কোন প্লেয়ারকে দলে নেওয়া যায়, তার জন্য পঞ্জাব কিংসের ভক্তদের কাছেও পরামর্শ চেয়েছেন প্রীতি।
advertisement
advertisement
২০২১ সালে নভেম্বরে যমজ সন্তানের মা হয়েছে প্রীতি জিন্টা। এখন তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে খুবই ব্যস্ত। পাশাপাশি বাচ্চারা ছোট থাকায় তাদের ছেড়ে ভারতে আসতে পারছেন না প্রীতি। আর এই খবর প্রীতি নিজে ট্যুইট করে জানিয়েছেন।
advertisement
This year I’m going to miss the IPL Auction as I cannot leave my little ones & travel to India.The last couple of days have been hectic discussing d auction & all things cricket with our team.I wanted to reach out to our fans & ask them if they hv any player suggestions.. pic.twitter.com/oIOCqZT3PN
— Preity G Zinta (@realpreityzinta) February 11, 2022
advertisement
তাঁর ট্যুইট-বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘এই বছর আমি আইপিএল নিলাম মিস করতে চলেছি কারণ আমি আমার বাচ্চাদের ছেড়ে ভারতে যেতে পারছি না। গত কয়েক দিন আমাদের দলের সঙ্গে নিলাম (Preity Zinta| IPL Mega Auction) এবং ক্রিকেটের সমস্ত বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল৷ আমি আমাদের ভক্তদের কাছে পরামর্শ চাইব, কোন খেলোয়াড়কে দলে নেওয়া যায়।’
advertisement
or recommendations for our new team. I would love to know who you wanna see in the red jersey this year. Bring it on folks… I’m all ears 🤩 #iplauction #throwback
— Preity G Zinta (@realpreityzinta) February 11, 2022
চলতি বছরে মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। যাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটার রয়েছেন লিস্টে। পাশাপাশি ২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন নিলামের তালিকায়। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে। ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 5:09 PM IST