Cristiano Ronaldo target: ৪২ বছর পর্যন্ত ঠিক এভাবেই খেলে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Last Updated:

Cristiano Ronaldo wants to play till 42 years. ৪২ বছর পর্যন্ত সর্বোচ্চ ফিটনেস ধরে রাখবেন রোনাল্ডো, পেশাদার ফুটবলে কমপক্ষে আরও ৫ বছর খেলতে চান রোনাল্ডো

পেশাদার ফুটবলে কমপক্ষে আরও ৫ বছর খেলতে চান রোনাল্ডো
পেশাদার ফুটবলে কমপক্ষে আরও ৫ বছর খেলতে চান রোনাল্ডো
এই মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর এরই মধ্যে ১৪ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোর গোলই ইউনাইটেডকে গ্রুপ পর্ব পার করে শেষ ষোলোতে এনেছে। লিগেও পর্তুগিজ ফরোয়ার্ডের গোল দলকে ১৩ পয়েন্ট এনে দিয়েছে এ পর্যন্ত। বয়স যা–ই হোক, এমন ফর্মে থাকা এক ফুটবলার তাই অবসরের চিন্তা মাথায় আনেন না। রোনাল্ডো তাই খেলা চালিয়ে যেতে চান আরও বহু দিন।
advertisement
advertisement
নির্দিষ্ট করে বললে ৪২ বছর বয়স পর্যন্ত ক্যারিয়ার টানতে চান সর্বকালের সেরাদের একজন। ইএসপিএন ব্রাজিলের কাছে সাক্ষাৎকার দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। দুই দশক পেশাদার ফুটবলে কাটিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘস্থায়িত্ব শীর্ষস্থানের ফুটবলে ভাল করা চালিয়ে যাওয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, সেটা দেখাতে পেরে আমি খুবই খুশি।
advertisement
শারীরিক দিক থেকে নিজেকে ৩০ বছরের মনে হয় আমার। আমি নিজের শরীর ও মনের খুব যত্ন নিই। ৩৩ বছরে এসে শিখেছি, আপনি চাইলে আপনার শরীর সেটিতে সায় দেবে, কিন্তু মূল যুদ্ধটা মনের সঙ্গে। তাঁর ধারণা, নিজের ওপর বিশ্বাস রাখতে পারাটাই মূল, যখন অনেক কিছুর মধ্য দিয়ে যাবেন, তখন শীর্ষ মানে থাকার লক্ষ্যে স্থির থাকাটাই কঠিন কাজ। আর গত কয়েক বছরে সেটিই করছি।
advertisement
আমি এখন এমন মানসিকতা নিয়েই কাজ করছি, সেখানেই মনোযোগ দিচ্ছি। আমি জানি, আমার শরীর ভালোমতোই এটা সামাল দেবে কারণ, আমি শরীরকে শ্রদ্ধা করি এবং শরীর কী বলছে, সেটার গুরুত্ব দিই। ইংলিশ প্রিমিয়ার লিগেও ৪০ বছর বয়সে খেলেছেন টেডি শেরিংহাম। ক্লাবের পূর্বসূরির পথে হাঁটার ব্যাপারে রোনাল্ডোকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo target: ৪২ বছর পর্যন্ত ঠিক এভাবেই খেলে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement