বুকিদের দরে ফাইনালে এগিয়ে পর্তুগাল

Last Updated:

প্যারিসে বল পড়ার আগে হইহই করে বাড়ছে বাজির দর। আয়োজক ফ্রান্সকে ছাপিয়ে বাজির দরে আপাতত এগিয়ে পর্তুগাল।

#প্যারিস:   ফ্রান্স-পর্তুগাল ফাইনাল খেলবে। নিজেদের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছেন বুকিরা। প্যারিসে বল পড়ার আগে হইহই করে বাড়ছে বাজির দর। আয়োজক ফ্রান্সকে ছাপিয়ে বাজির দরে আপাতত এগিয়ে পর্তুগাল।
ফেভারিট তকমা ছিল না। জোটেনি ডার্কহর্স লেভেল। গোটা টুর্নামেন্টে তেমন আহামরিও নয় পর্তুগালের পারফরম্যান্স। এরপরেও রোনাল্ডো ম্যাজিকে ফাইনালে উঠেছে ইউসোবিও-ফিগোর দেশ।
অখ্যাত আইসল্যান্ডের সঙ্গে শুরুতেই ড্র। ইউরোর প্রথম ম্যাচ ১-১ করে মাঠ ছাড়তে হয়েছিল পর্তুগালকে। এরপর অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। আর হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র। চ্যাম্পিয়ন, রানার্স নয় এবারের ইউরোতে পর্তুগালের নক-আউটে ওঠা সেরা তৃতীয় হয়ে। প্রি-কোয়ার্টারে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১১৭ মিনিটে গিয়ে গোল আসে। ম্যাচের ফল ১-০। কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের কাছে নব্বই মিনিটে আটকে গিয়ে টাইব্রেকারে জয়। তবে সেমিফাইনালে অন্য পর্তুগাল। ৫০ থেকে ৫৩, একটা তিন মিনিটের স্পেলেই ওয়েলস বধ সম্পূর্ণ। ম্যাচের ফল ২-০। গোল করলেন রোনাল্ডো। গোল করালেনও রোনাল্ডো।
advertisement
advertisement
অন্যদিকে জিরু-পায়েতের গোলে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করেছিল আয়োজক দেশ ফ্রান্স। গ্রুপের দ্বিতীয় ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে পাকা করেছিল নক-আউটের জায়গা। তাই সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোল শূন্য ড্র রেখেই মাঠ ছাড়তে হয়েছিল লে ব্লুজ-দের। প্রি-কোয়ার্টারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ ম্যাচ বার করেছিল তারা। নায়ক অ্যান্টনিও গ্রিজম্যান। আর শেষ আটে ফরাসি ঝড়ে আরও বরফ হয়ে গিয়েছিল আইসল্যান্ড। আর সেমিফাইনালে গ্রিজম্যানের পায়ে জার্মান বধ করে ৩২ বছর পর ঘরের মাঠে ইউরোর ফাইনালে ফ্রান্স।
বাংলা খবর/ খবর/খেলা/
বুকিদের দরে ফাইনালে এগিয়ে পর্তুগাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement