গোল মেশিন লেওয়ানদস্কির সামনে আজ মেক্সিকোর প্রাচীর ওচোয়া, জমজমাট লড়াইয়ের অপেক্ষা

Last Updated:

Robert Lewandowski looking for first ever world cup goal against Mexico in Qatar. বিশ্বকাপে প্রথম গোলের খোঁজে লেভানদোস্কি, সামনে মেক্সিকোর প্রাচীর সেই ওচোয়া

আজ বিশ্বের সেরা স্ট্রাইকারের সামনে মেক্সিকোর প্রাচীর ওচোয়া
আজ বিশ্বের সেরা স্ট্রাইকারের সামনে মেক্সিকোর প্রাচীর ওচোয়া
#দোহা: রেকর্ড পরিমাণ অর্থ নিয়ে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় গিয়েছেন রবার্ট লেভানদোস্কি। তার সম্পর্কে সকলেই জানেন যেহেতু তিনি বড় ক্লাবে খেলেন। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড রবার্ত লেভানদোস্কি। আক্ষরিক অর্থে যেন একটা ‘গোলমেশিন’। ক্লাব ফুটবলে গোলের মালা গেঁথে নতুন নতুন কীর্তি গড়ছেন তিনি প্রতিনিয়ত।
পোল্যান্ড জাতীয় দলেরও সর্বোচ্চ গোলদাতা তিনি। কিন্তু বিশ্বকাপের মহামঞ্চে একটিও গোল করতে না পারার অতৃপ্তি এখনো রয়ে গেছে লেভানদোস্কির। এই আক্ষেপ মেটানোর সংকল্প নিয়ে কাতারে এসেছেন বার্সেলোনা তারকা, এই স্বপ্ন পূরণে সম্ভব সব কিছু করব আমি। আশা করি, এই বিশ্বকাপে গোলটা পেয়ে যাব।
advertisement
advertisement
লেভানদোস্কিকে আজ ভাঙতে হবে গুইলেরমো ওচোয়া নামের প্রাচীরকে। ৩৭ বছর বয়সেও যিনি মেক্সিকোর গোলবারের নিচে পরম নির্ভরতার নাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালে সুযোগ পেয়েই চিনিয়েছেন নিজের জাত। তাঁর দৃঢ়তায় সেবার ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মেক্সিকো। চার বছর পর রাশিয়ায় চার ম্যাচে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি সেভ।
advertisement
advertisement
এই ওচোয়া-প্রাচীর ভাঙতে না পারলে মেক্সিকোর বিপক্ষে জিততে না পারার অপেক্ষা হয়তো আরো দীর্ঘ হবে পোল্যান্ডের। মুখোমুখি লড়াইয়ে সমান তিনটি করে জয় মেক্সিকো ও পোল্যান্ডেরও। তবে সর্বশেষ পাঁচ ম্যাচে একটিও জয় নেই পোল্যান্ডের। এই পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।
আর্জেন্টিনার প্রাক্তন কোচ জেরার্দো মার্তিনোর হাত ধরে এবার আরেক ধাপ এগিয়ে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলতে চায় ’৮৬-র আয়োজকরা। আর এই স্বপ্ন পূরণে মেক্সিকোর ভরসা তাদের শেষ প্রহরী গুইলেরমো ওচোয়া। ওচোয়া মেক্সিকোর বাইরে বিশেষ ক্লাব ফুটবল খেলেননি। কিন্তু তাতে সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে তার কদর কমে যায়নি। আজ রাতে লেভার পোল্যান্ডকে আটকে দিয়ে সেটাই প্রমাণ করতে চান মেক্সিকোর শেষ প্রহরী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোল মেশিন লেওয়ানদস্কির সামনে আজ মেক্সিকোর প্রাচীর ওচোয়া, জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement