দুর্দান্ত ইংল্যান্ডকে দেখে আবেগে ভাসলেন বেকহ্যাম ! ম্যাচের পর দিলেন বিশেষ পরামর্শ

Last Updated:

David Beckham sends special message to England footballers after huge win over Iran in Qatar. ইংল্যান্ডকে দেখে আবেগে ভাসলেন বেকহ্যাম ! ম্যাচের পর কেনদের দিলেন বিশেষ পরামর্শ

ইরানকে ধ্বংস করা দেখে ইংলিশ ফুটবলারদের জন্য বার্তা বেকমের
ইরানকে ধ্বংস করা দেখে ইংলিশ ফুটবলারদের জন্য বার্তা বেকমের
#দোহা: ইংল্যান্ড ফুটবলের ইতিহাসে তার জায়গাটা চিরকাল আলাদাই থেকে যাবে। তার থেকে অনেক বড় ফুটবলার এসেছেন ইংল্যান্ডে। কিন্তু গ্ল্যামার, বিতর্ক এবং ফ্রিকিক মারার ক্ষেত্রে ডেভিড বেকহাম আজও ফুটবল প্রেমীদের মনে বিরাজ করেন। খালিফা স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন বেকহ্যাম। টিভিতে দেখা গিয়েছে তাকে প্রতিটা গোলের পর হাততালি দিতে।
সাকা, রহিম স্টার্লিং, বেলিংহ্যামরা যেভাবে ইরানকে ৬-২ হারিয়েছেন তাতে খুশি বেকহ্যাম। গ্যারেথ সাউথগেটের ছেলেদের উদ্দেশ্যে খেলার পর বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইংলিশ মিডিয়ার খবর অনুযায়ী ইংল্যান্ডের প্রত্যেক ফুটবলেরকে মেসেজ পাঠিয়েছেন ডেভিড। সেখানে তিনি উপদেশ দিয়েছেন ফোকাস ধরে রাখার এবং আবেগে ভেসে না যাওয়ার।
আরও পড়ুন - মেসি স্বয়ং বলছেন আমার থেকেও গুরুত্বপূর্ণ মার্টিনেজ ! আর্জেন্টিনার গোলরক্ষক আজ শুধুই কাঁদবেন
কারণ এর আগেও বহুবার দুর্দান্ত শুরু করেও ছিটকে যেতে হয়েছে ইংল্যান্ডকে। ইউরো কাপেও দুর্দান্ত খেলে ফাইনালে ইতালির কাছে হেরেছিল তারা বছরখানেক আগে। কিন্তু এই ইংল্যান্ডের প্রজন্মটা আলাদা বিশ্বাস করেন বেকস। প্রত্যেকের মধ্যে লড়াই করার ক্ষমতা এবং কঠিন সময় ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রয়েছে মানেন তিনি।
advertisement
advertisement
ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চ টুর্নামেন্টের অন্যতম সেরা। তাই হ্যারি কেনদের বেকহ্যাম জানিয়েছেন এরপর আমেরিকা এবং ওয়েলস আছে। এরা যথেষ্ট লড়াকু দল। তাই তিনি নিজের ফুটবল জীবনে যে কাজ করতে পারেননি, সেটাই যাতে ইংলিশ ফুটবলের এই প্রজন্ম করতে পারে চাইছেন বেকস।
advertisement
ইংল্যান্ড দলের ম্যানেজার সাউথগেট মনে করেন ডেভিড বেকহ্যামের পরামর্শ পেয়ে তার দলের ছেলেরা আরও বেশি মোটিভেশন পাবে এবং নিজেদের উজাড় করে দিতে পারবে। পাশাপাশি তিনি জানিয়েছেন থ্রি লায়ন্সরা অনেকদূর ভাবতে নারাজ। একটি করে ম্যাচ নিয়ে এগোতে চায় তারা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুর্দান্ত ইংল্যান্ডকে দেখে আবেগে ভাসলেন বেকহ্যাম ! ম্যাচের পর দিলেন বিশেষ পরামর্শ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement