দারুন ক্রিকেট বোঝেন? বলুন তো, পারফিউম বল কাকে বলে? না জানলে বড় মিস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cricket: আপনি কি দারুন ক্রিকেট বোঝেন? তা হলে বলুন তো, পারফিউম বল কী?
কলকাতা: আপনি কি দারুন ক্রিকেট বোঝেন বলে দাবি করেন? বন্ধুমহলে আপনার ক্রিকেট মস্তিষ্কের যথেষ্ট কদর রয়েছে? তা হলে বলুন তো দেখি, ক্রিকেটে পারফিউম বল কাকে বলে?
মাথা চুলকোতে হচ্ছে তো? ভাবছেন, এ আবার কেমন বল! এই নাম তো কখনও শোনেননি! আসলে ব্যাপারটা খুব একটা কঠিন কিছু নয়। ক্রিকেটে অনেক নিয়ম রয়েছে। একের পর এক শট, ডেলিভারির নাম রয়েছে আলাদা আলাদা। এটাও তেমনই।
আরও পড়ুন- শূন্যে শরীর ছুড়ে দিয়ে লাফ, হার মানবে বাজপাখিও! ভাইরাল সিরাজের অবিশ্বাস্য ক্যাচ
ওয়াইড বল, নো বল, বাউন্সার এর নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু পারফিউম বলের কথা শুনেছেন কখনও? যদি উত্তর না হয় তা হলে আজ আমরা আপনাকে সেই ডেলিভারি সম্পর্কে বলতে চলেছি। পারফিউম বল ক্রিকেটের একটি শব্দ।
advertisement
advertisement
পারফিউম বল মানে আসলে বাউন্সার। এখন আপনি বলবেন, একে তো বাউন্সার বলা হয়। কিন্তু আপনাকে বলে রাখা দরকার, বাউন্সার হলেও এই বলের এমন নামকরণ হওয়ার পিছনে আলাদা কারণ রয়েছে। আসলে বাউন্সার আর পারফিউম বলের মধ্যে ছোট্ট তফাত রয়েছে।
বাউন্সার ব্যাটারের মুখের কতটা কাছ দিয়ে গেল, সেটা এখানে আসল। মজা করে বলা হয়, বল যদি এতটাই কাছ দিয়ে যায়, যাতে ব্যাটার তার গন্ধ শুঁকতে পারেন, তা হলে সেটাই পারফিউম বল।
advertisement
আরও পড়ুন- ৫ উইকেটের সঙ্গে ৬ রেকর্ড অশ্বিনের ঝুলিতে, দলে ফিরে পারফরম্যান্সেই দিলেন জবাব
আসলে বলের উপর এক ধরণের পেইন্ট থাকে। তার সুগন্ধ থাকে। গত কয়েক বছরে ক্রিকেটে বাউন্সারের প্রবণতা খুব দ্রুত বেড়েছে। পাকিস্তানি, ইংলিশ, অস্ট্রেলিয়ান বোলাররা বাউন্সারের ব্যবহার বেশি করেন।
কোনো ব্যাটার সচরাচর পারফিউম বলের মুখোমুখি হতে চাইবেন না। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ফিলিপ হিউজ ঘাড়ে আঘাত পেয়ে মাঠেই মারা যান। ঘরোয়া ম্যাচে শন অ্যাবট নামের এক বোলার তাঁকে বাউন্সার দিয়েছিলেন। বল গিয়ে লাগে হিউজেসের ঘাড়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 5:50 PM IST