India vs West Indies: শূন্যে শরীর ছুড়ে দিয়ে লাফ, হার মানবে বাজপাখিও! ভাইরাল মহম্মদ সিরাজের অবিশ্বাস্য ক্যাচ

Last Updated:

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে সকলের নজর কাড়লেন মহম্মদ সিরাজ। যেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল।

ডোমিনিকা: মহম্মদি শামির বিশ্রামে থাকায় ওয়েস্ট সফরে টেস্ট সিরিজে ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। সাম্প্রতিক সময়ে আইপএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। পেস-বাউন্স-সুইং থেকে উইকেট তুলে নেওয়ার দক্ষতা সবদিক থেকেই আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছেন সিরাজ। তবে এবার বোলিংয়ে নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে সকলের নজর কাড়লেন তিনি।
বোলার হিসেবে অল্প সময়ে খ্যাতি অর্জন করলেও ফিল্ডার হিসেবে খুব একটা সুখ্যাতি নেই সিরাজের। একাধিকবার সহজ ক্যাচও মিস করেছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে জার্মাইন ব্ল্যাকউডের ক্যাচ বাজপাখির মত ধরলেন সিরাজ। ইনিংসের ২৭.৬ ওভারে জাদেজার বল লং-অফে তুলে মারেন ব্ল্যাকউড। মিড অফ থেকে নিজের ডানদিকে দৌড়ে শূন্য লাফিয়ে ওঠেন সিরাজ। ৯ ফুট উচ্চতায় লাফিয়ে বাজপাখির মত শরীর ছুড়ে দিয়ে ক্যাচ তালুবন্দি করেন সিরাজ। যা সকলকে অবাক করে। সেই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। ম্যাচের রাশও একদিনেই নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকিতে তাসের ঘরের মতে ধসে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় গোটা দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের শুরুটাও ভাল করেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের নতুন ওপেনিং জুটি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: শূন্যে শরীর ছুড়ে দিয়ে লাফ, হার মানবে বাজপাখিও! ভাইরাল মহম্মদ সিরাজের অবিশ্বাস্য ক্যাচ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement