Pat Cummins: অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pat Cummins is the new Test captain of the Australian cricket team: প্যাট কামিন্সকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে ৷
মেলবোর্ন: অস্ট্রেলিয়া দলে নতুন চমক ৷ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেন প্যাট কামিন্স (Pat Cummins) ৷ এই প্রথমবার কোনও বোলার পাকাপাকিভাবে টিম অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে ৷ অস্ট্রেলিয়ার ৪৭তম অধিনায়ক হলেন কামিন্স (Pat Cummins appointed Australia’s new Test captain) ৷
প্যাট কামিন্সকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে ৷ প্রায় দু’বছর ধরে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর পর এবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন আইপিএলে কেকেআরে খেলে যাওয়া কামিন্স ৷
advertisement
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর টিম পেন অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তাই আর কোনও বিকল্প ছিল না ৷ প্যাট কামিন্সের হাতেই দলের অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল ৷
advertisement
The 47th captain of the Australian men's Test cricket team! @patcummins30 🇦🇺 pic.twitter.com/bM4QefTATt
— Cricket Australia (@CricketAus) November 26, 2021
কামিন্সের বড় পরীক্ষা হতে চলেছে আসন্ন অ্যাসেজ সিরিজ ৷ অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক জানিয়েছেন, সামনেই গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আশা করব, গত কয়েক বছরে টিম (পেন) যে ধরনের নেতৃত্ব আমাদের দিতে পেরেছে, আমিও সেটা দিতে পারব। এই দলে আমি, স্টিভ (স্মিথ)-সহ আরও অনেক সিনিয়র ক্রিকেটার আছে। অনেক তরুণ প্রতিভাও আছে। অধিনায়কের দায়িত্ব পাওয়াটা অপ্রত্যাশিত সুযোগ। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2021 10:25 AM IST